Read Time:2 Minute, 42 Second

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভায় আসন্ন সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রার্থীদের বিজয় প্রত্যাশা করেছেন বক্তারা।  ২৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। 

ফোরামের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, উপদেষ্টা কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও মুক্তিযাদ্ধা আনোয়ার জাহিদ ছাড়াও এ আলোচনায় আরও অংশ নেন ফোরামের সহ-সভাপতি মুক্তিযাদ্ধা আবুল বাশার চুন্নু, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, প্রচার সম্পাদক শুভ রায়, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, নির্বাহী সদস্য মুক্তিযাদ্ধা লাবলু আনসার প্রমুখ।  সভা পরিচালনা করেন সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি।  সভায় বিজয় দিবসের অনুষ্ঠানের আয়-ব্যয় চূড়ান্ত করা হয় এবং প্রবল বর্ষণ সত্ত্বেও যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়।

৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আলোকে সকলে ঐক্যমত পোষণ করেন মু্ক্তিযুদ্ধের চেতনা লালনকারীদের বিজয়ে চলমান কার্যক্রমে গতি সঞ্চারিত করার। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আরেক টার্ম ক্ষমতায় থাকা জরুরি বলেও সকলে মন্তব্য করেন।

নিউ জার্সির কাউন্সিলম্যান ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী অসুস্থতার জন্যে সভায় সশরীরে উপস্থিত হতে না পেরে টেলিফোনে আলোচনায় অংশ নেন।  শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধারাও সোচ্চার রয়েছেন বলে উল্লেখ করেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ফ্রেঞ্চ-বাংলা স্কুলের বিজয় দিবস উদযাপন
Next post লস এঞ্জেলেসে মুনার হেলথ কেয়ার সেমিনার
Close