Read Time:4 Minute, 46 Second

বাংলাদেশের বিজয় দিবসকে সমানে রেখে লিটল বাংলাদেশ প্রেসক্লাব অব লস এঞ্জেলেস গত ০৭ ডিসেম্বর বাংলাদেশ একাডেমীর মিলনায়তনে ১ম বাংলার বিজয় উৎসব ২০১৮ এর উদ্বোধন করা হয়। শুরুতেই সংগঠনের সহ-সভাপতি সৈয়দ এম হোসেন বাবু সভাপতি কাজী মশহুরুল হুদাকে ১ম বাংলার বিজয় উৎসব উদ্বোধন করার আহ্বান জানান। সংগঠনের সভাপতি দু’দেশের জাতীয় সংগীতের মাধ্যমে এবং স্বাধীনতার যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করার মাধ্যমে বাংলার বিজয় উৎসবের উদ্বোধনী ঘোষণা করেন।

প্রথম পর্বে স্থানীয় ব্যাক্তিবর্গের সংক্ষিপ্ত আলোচনা পর্ব হয়। আলোচনা পর্বে অংশ গ্রহণ করেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাইফুর রহমান ওসমানী, ক্যলিফোর্নিয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: রবি আলম, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের উপদেষ্টা সোহেল রহমান বাদল, যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, মোর্চার সভাপতি জাকির খান, ক্যালিফোর্নিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম খান চৌধুরী ও বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল চৌধুরী। আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন- লিটল বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারপার্সন এম কে জামান ও অন্যতম উপদেষ্টা সামসুদ্দিন মানিক।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সৈয়দ এম হোসেন বাবু। সঙ্গীতে অংশগ্রহণ করেন ওস্তাদ কাজী নাজির আহমেদ হাসিব, কাবেরী রহমান, পলাশ আহমেদ, আফরোজা খানম রুনা, রাজিব কবির, নাহিদ সিরাজী সিমিম ও মাহতাব আজমী। তবলায় তপন সাহা।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহান হাসান।

উল্লেখ্য, সভার শুরুতেই উক্ত দিনে লস এঞ্জেলেস প্রবাসী কাজী সাবুর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে লিটল বাংলাদেশ এর উপর রচিত ওস্তাদ কাজী হাসিব ও জিনাত রেহানা কতৃক থিম সং (সুরকার ও গীতিকার কাজী হাসিব)-টি প্রেসক্লাবের মাধ্যমে উৎসর্গ করেন।

উক্ত থিম সং তিনি সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন এবং লিটল বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের সভাপতি এ জন্য সাধুবাদ জানান।

অনুষ্ঠানে লিটল বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা করা হয়। সভাপতি কাজী মশহুরুল হুদা এসব নাম ঘোষণা করে শোনান। তাদের মধ্যে রয়েছেন- সম্মানিত এম কে জামান (চেয়ারপার্সন), সদস্য বৃন্দের মধ্যে সম্মানিত সর্বজনাব মোহম্মদ সামসুদ্দিন মানিক, সম্মানিত মমিনুল হক বাচ্চু, সম্মানিত শঙ্কু আইচ, সম্মানিত মোবারক হোসেন, সম্মানিত জাহিদ হোসেন পিন্টু, সম্মানিত নজরুল আলম, সম্মানিত নাজমুল চৌধুরী ও সম্মানিত ডা: তপন সরকার।

সকলেই দেশ প্রেম বোধ নিয়ে এই সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেন এবং আপ্যায়নের ব্যবস্থা ছিল।

সভাপতি জানান যে, আগামীতে ব্যাপক আকারে কমিউনিটির অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে বাংলার বিজয় উৎসবের আয়োজন করা হবে। তিনি আগামীতে সকলের অংশগ্রহণ ও সহায়তা কামনা করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সুযোগ
Next post সংকট সমাধানের রূপরেখা ছাড়াই শেষ জিসিসি সম্মেলন
Close