Read Time:2 Minute, 52 Second

উত্তর কোরিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেনোয়া কুয়েনেডি নামে সিনেটের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে আটক করেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি জুডিশিয়াল সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

আটক বেনোয়া কুয়েনেডি ফ্রান্স সেনেটের স্থাপত্য, ঐতিহ্য ও উদ্যান বিষয়ক বিভাগের সিনিয়র প্রশাসক। এছাড়া তিনি ফ্রাঙ্কো-কোরিয়ান মৈত্রী সমিতির প্রেসিডেন্ট পদেও আছেন। সমাজতন্ত্র ও সাম্যবাদের সমর্থক কয়েকজন সাংবাদিক মিলে গত শতকের ষাটের দশকে এই সংস্থা গঠন করেছিলেন। উত্তর কোরিয়ার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ফ্রাঙ্কো-কোরিয়ান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের। এছাড়া দুই কোরিয়ার পুনরেকত্রীকরণকে সমর্থন করে এই অ্যাসোসিয়েশন।

বেনোয়া কুয়েনেডি উত্তর কোরিয়ায় বেশ কয়েকবার ভ্রমণও করেছেন এবং উত্তর কোরিয়ার ওপর একটি বইও লিখেছেন। তাকে আটকের পর পুলিশের হেফাজতে নেয়া হয়।

কুয়েনেডি পিয়ংইয়ংকে তথ্য দিয়েছেন কিনা তা নিশ্চিত হতে তদন্ত করছেন ফ্রান্সের গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টোরেট ফর ইন্টারনাল সিকিউরিটি’র তদন্ত কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার প্যারিসের বাড়ি ও জিজুনের কাছে তার বাবা-মার বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় দৈনিক লো পারিসিয়া।

কেনডির গ্রেফতারের খবরটি প্রথম জানায় টেলিভিশন চ্যানেল টিএমসি। এ প্রসঙ্গে ফরাসী সিনেটের প্রেসিডেন্ট কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মার্চ মাস থেকে কেনডের বিরুদ্ধে শুরু হওয়া প্রাথমিক তদন্তে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে এএফপি।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে ফ্রান্সের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে পিয়ংইয়ংয়ে একটি ‘ফ্রেঞ্চ কো-অপারেশন অফিস’ আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাঙালি কবির কাব্যগ্রন্থ মার্কিন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক
Next post লিটল বাংলাদেশে বৃক্ষরোপণ
Close