Read Time:3 Minute, 51 Second

বাংলাদেশসহ ৫৩টি দেশের তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে শেষ হল ফিউচার ইয়ুথ সামিট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সানওয়ে বিশ্ববিদ্যালয়ে কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিল ও কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন সেন্টারের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন সামিটের পরিচালক উথরা আইয়ের।

এবারের ইয়ুথ সামিটে ডিজিটালাইজেশন, ইনক্লুসিভিটি, ক্রিয়েটিভিটি ও সাসটেইনেবিলিটি এই চারটি থিমের ওপর পৃথক ওয়ার্কশপের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তরুণ উদ্যোক্তারা।

সম্মেলনে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার পার্লামেন্ট মেম্বার মারিয় চেইন আব্দুল্লাহ, নামিভিয়ার হাই কমিশনার এ্যানি নামাকো মতিলু, রিপাবলিক অব টাটারাস্তান রাশিয়ার ইয়ূথ এ্যাফেয়ারর্স মিনিষ্টার দামির ফাত্তাহোব, সানওয়ে এডুকেশন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ড. এলিজাবেদ লি, মালয়েশিয়ান ইয়ুথ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইজাজ আফিদি, ড. বান্দা নাশিভা, ইউ এনডিপির কো-অর্ডিনেটর জুল ফারিদাহ, কমন ওয়েলথের বিজনেস ওমেন নেট ওয়ার্কের চীফ ডাইরেক্টর আরিফ জামান, কে এফসি এশিয়ার ডিজিটাল ম্যানেজার সাইবা সিং, কোকাকোলার ডিরেক্টর অব কমিউনিকেশনস অফিসার ভেলিন্দাফর্ড।

এ ছাড়া সামিটের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও পিএইচডি গবেষক জাফর ফিরোজ। বিভিন্ন দেশের ডেলিগেটদের পাশাপাশি নারী উদ্যোক্তা সুমাইয়া জাফরিন চৌধুরী, সাখাওয়াত হোসেন, বেলাল আহমেদ, মো. জার্জিস ইসলাম, কৃষিবিদ আবু তাহের উজ্জল, ড. কানিজ রাহিমা রব্বানী কথা, ডেইলী ষ্টারের ষ্টাফ রিপোর্টার ইমরান মাহফুজ, মেহেদী হাসান, জান্নাত আলীসা, সাদমান সাদাব, ফাহিমসহ প্রায় ৪০ জন বাংলাদেশী তরুণ উদ্যোক্তা সামিটে অংশ নেন।

সামিটের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান পাভেল সারওয়ার বলেন, বাংলাদেশ নিয়ে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে যে নেগেটিভ ধারণা রয়েছে আমরা আশা করি সামিটের পর তা কিছুটা হলেও কমে আসবে। দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব বলেও আশা ব্যক্ত করেন এ তরুণ উদ্যোক্তা।

বাংলাদেশ, স্কটল্যান্ড, ভারত, রাশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইথিউপিয়াসহ ৫৩ টি দেশের সমাজকর্মী, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও চার শতাধিক তরুণ উদ্যোক্তা এ সামিটে অংশ নেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পিইসি পরীক্ষায় সৌদি থেকে অংশ নিয়েছে ২৬৭ শিক্ষার্থী
Next post আমিরাতে মীরসরাই জনকল্যাণ সংস্থার বর্ষপূর্তি উদযাপন
Close