Read Time:2 Minute, 9 Second

ফিউচার ইয়ুথ সামিট (ফুইয়ো) এর মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা জাফর ফিরোজ। কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিল এবং কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন সেন্টারের যৌথ আয়োজনে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬-১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সামিট ।

এ বিষয়ে জাফর ফিরোজ বলেন, ফুইয়ো এর মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের নির্বাহী হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। কমনওয়েলথ অধিভুক্ত ৫৩টি দেশের পাঁচ শতাধিক তরুণ নেতা, উদ্যোক্তা, সমাজকর্মী, সরকারি কর্মকর্তা ও বেশ কয়েকজন যুবমন্ত্রী এ সামিটে যোগ দিচ্ছেন। ডিজিটালিজম, সাসটেইনেবিলিটি, ইনক্লুসিভিটি এবং ক্রেয়েটিভিটি এই চারটি থিমেটিক পিলারকে সামনে রেখে তরুণদের মধ্যে একটি প্লাটফর্ম তৈরি করাই এবারের সামিটের মূল লক্ষ্য।

শিশুতোষ চলচ্চিত্র “দূরবীন” নির্মাণের মাধ্যমে জাফর ফিরোজের পরিচালনায় অভিষেক হয়। দুইটি চাইনিজ চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালক ও হলিউড মুভি “রি-বরন” এর সাথে কাজ করা হয়েছে। মালয়েশিয়ার “আমারা ভিজুয়াল ইফেক্টস কোম্পানি”র প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন। এবং বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ে পিএইচডি করছেন। চার দেশের আর্টিস্ট নিয়ে নির্মিত তার “এ সিগনেচার” চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পাঁচ দেশে খাশোগি হত্যার রেকর্ডিং পাঠাল তুরস্ক
Next post তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে অস্ট্রিয়া প্রবাসী বাঙালিরা
Close