Read Time:3 Minute, 36 Second

গত ১৯ অক্টোবর ২০১৮ রাত ৮টায় বাংলাদেশ একাডেমীর মিলনায়তনে তড়িঘড়ি করে অনুষ্ঠিত হল বালার বিতর্কিত নির্বাচনের অভিষেক। উক্ত অভিষেকে ১৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে শুধুমাত্র প্রেসিডেন্ট এবং সেক্রেটারী অভিষিক্ত হন।
সৈয়দ এম. হোসেন বাবু ও নাহিদ সিমিমকে আগামী ২০১৮-২০২০ এর প্রেসিডেন্ট ও সেক্রেটারী হিসাবে শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান শামসুদ্দিন মানিক। প্রাক্তন কমিটির সভাপতি ডা: সিরাজুল্লাহ নতুন কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারীর কাছে ক্ষমতা হস্তান্তর করেন ও হিসাব পত্র বুঝিয়ে দেন।
এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগামীর নির্বাচন কমিশনের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন ডা: সিরাজুল্লাহ ও সদস্য ম্যাকলিন সাজেদ চৌধুরী। অপর সদস্য উপস্থিত ছিল না।
উল্লেখ্য যে, গত ১৭ অক্টোবর লস এঞ্জেলেসের এক স্থানীয় রেস্তরায় বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক প্রেস কনফারেন্সে বর্তমান প্রেসিডেন্ট ডা: সিরজিুল্লাহর একক সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন।

সেক্রেটারী জেনারেল মেজর (অব.) সাইফ কুতুবি বলেন, মাত্র দুজন সদস্য দ্বারা কিভাবে বালা পরিচালিত হবে? তারা প্রথম মিটিং এ কোন কোরাম করতে পারবে না। কারণ, ঘোষিত ১৪ জন কার্যকরী সদস্য এ নির্বাচনী সিদ্ধান্ত মানেনি।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফি আহমেদ জানান যে, অগনতান্ত্রিক ও অসাংগঠনিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ডা: সিরাজুল্লাহ একক সিদ্ধান্তে বিতর্কিত নির্বাচনকে প্রতিষ্ঠিত করার চেষ্ঠা চালিয়েছেন। এই ষড়যন্ত্রমূলক নির্বাচনের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কমিউনিটির অনেকেই মন্তব্য করে বলেন যে, বালা মাত্র দুজনকে নির্বাচিত করেে ঐতিহ্যবাহি সংগঠনকে গ্রহণযোগ্যতার বাইরে ঠেলে ফেলে দিল। তার জন্য প্রেসিডেন্ট ডা: সিরাজুল্লাহ ও তথাকথিত নির্বাচন কমিশন দায়ী থাকবে।
সাজেদ চৌধুরী বলেন যে, আইনের মাধ্যমে পদ্ধতির বিজয় হয়েছে। একে অস্বীকার করার কোন উপায় নেই। নির্বাচিতদেরকে ফুলেল শুভেচ্ছা জানান মিসেস ডা: সিরাজুল্লাহ (নানী)। অভিষেক অনুষ্ঠানে অল্প সংখ্যক কমিউনিটির মানুষের সমাগম পরিলক্ষিত হয়।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post উৎসব মুখর পরিবেশে লিসবনে দুর্গোৎসব
Next post বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন মঙ্গলবার
Close