Read Time:2 Minute, 8 Second

সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিউজ অনুসন্ধান করলে গুগলে ট্রাম্প সম্পর্কিত সব নেতিবাচক খবর দেখায় বলে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন। পাশাপাশি ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও ট্রাম্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ রয়েছে।

গুগল অবশ্য পক্ষপাতিত্বের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ফেসবুক ও টুইটারও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রথ্যাখ্যান করেছে। তবে এসব অভিযোগের ভিত্তিতে নতুন একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিষ্ঠানগুলোর পক্ষপাতিত্বর অভিযোগে নতুন খসড়া নির্বাহী আদেশ তৈরির কাজ করছে হোয়াইট হাউস।

ফেসবুক, গুগল, টুইটারসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অসত্য তথ্য ও ফৌজদারি তদন্তের বিধান রেখে নতুন একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে হোয়াইট হাউস নতুন ওই আইনের খসড়া প্রস্তুত করেছে।

এখন শুধু ট্রাম্পের স্বাক্ষর বাকি। অবশ্য হোয়াইট হাউস শনিবার এ ধরনের নির্বাহী আদেশের বিষয়টি অস্বীকার করেছে। তবে গত মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেন এবং সতর্ক হওয়ার হুমকি দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রবাস বাংলা : সম্পাদকীয় (প্রসঙ্গ- বালার নির্বাচন)
Next post মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর জয়
Close