Read Time:2 Minute, 0 Second

হারিকেন ফ্লোরেন্স আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাজ্যে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরেন্সের আঘাতে রাজ্যে জলচ্ছ্বাস ও ব্যাপক ঝড়-বৃষ্টি আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্নিঝড়টির তাণ্ডব চলছে। তবে আঘাত হানার আগে ঘূর্নিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

এখনো ঘূর্নিঝড়টির তাণ্ডব শেষ হয়নি। ইতোমধ্যেই মোরহেড সিটির অংশবিশেষ জলোচ্ছ্বাসের কবলে পড়ে প্লাবিত হয়েছে। ফলে ঠিক কোন কোন এলাকায় কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বন্যার পানি বেড়ে ১৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

এর আগে মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রশাসক ব্রক লং বলেছেন, ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে। তিনি বলেন, ফ্লোরেন্স দুর্বল হয়ে পড়লেও এটি এখনো খুবই বিপজ্জনক।

আগেই বলা হয়েছিল, এ ঝড়ের প্রভাবে কয়েক ইঞ্চি নয় বরং কয়েক ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায়।

ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত এনএইচসি এর আগে জানিয়েছিল, ঘন্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বাতাগের বেগ নিয়ে ফ্লোরেন্স সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ থেকে ৫২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রোহিঙ্গাদের দুর্ভোগ নিয়ে মেলবোর্নে আলোকচিত্র প্রদশর্নী
Next post লিটল বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ওয়াশার পানি ও পরিবেশ সংক্রান্ত সভা
Close