ইহুদি রাষ্ট্র আইন’ বাতিলের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। ইতিহাসে নজিরবিহীনভাবে এই বিক্ষোভ র্যালিতে যৌথভাবে অংশ নেন ইহুদি এবং আরব সম্প্রদায়ের লোক। শনিবার রাত থেকে শুরু হয় এই বিক্ষোভ র্যালি।
গতমাসে ইসরায়েলেকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা করে পাস হয় ‘ইহুদি রাষ্ট্র আইন’। এই আইন অনুযায়ী, ইসরায়েলে থাকা অ-ইহুডি নাগরিকদের ‘দ্বিতীয় শ্রেণি’র মর্যাদায় রাখা হয়েছে। এছাড়াও ইসরায়েলি নাগরিকত্ব পাওয়া ফিলিস্তিনি এবং অন্যান্য সংখ্যালঘুরাও থাকবেন এই কাতারে। আর সে কারণেই এই আইনটিকে ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ।
শনিবার রাতে মিছিলে অংশ নেওয়া এক বিক্ষোভকারী আল-জাজিরাকে বলেন, এটা খুবই চমৎকার। এই প্রথমবার আমি দেখছি যে, ইহুদি আর ফিলিস্তিনিরা কোন কিছুর দাবিতে একসাথে বিক্ষোভ করছে। যারা গণতন্ত্র এবং একতায় বিশ্বাস করে তাদের জন্য এটা খুবই ভালো লাগার এক মুহুর্ত।
চলতি বিক্ষোভে ইহুদি নাগরিকরা, যাদের প্রথম শ্রেণির মর্যাদায় রাখা হয়েছে, তারাও বিক্ষোভে অংশ নিয়েছেন। তাদের দাবি, সকল নাগরিকের মর্যাদা হবে সমান।
ড্যান মেইরি নামে আরেক বিক্ষোভকারী জানান, আমরা অনেক ইহুদিরাই মনে করি যে, বাকি যারা আছেন (সংখ্যালঘু) তারাও আমাদের মতোই একই মর্যাদার দাবিদার। এটা ইহুদি রাষ্ট্র হতে পারে কিন্তু আমরা যারা এখানে একত্রে বসবাস করছি তাদের সবাইকে শিক্ষা, সেনা, বিশ্ববিদ্যালয় এবং সংসদসহ সব জায়গায় সমান সুযোগ লাভের অধিকার আছে।
গতমাসে ইসরায়েলের সংসদে পাস হওয়া ওই আইনে বলা হয়, জাতীয় ব্যক্তি স্বাধীনতার অধিকার ‘শুধু’ ইহুদিদের। এছাড়াও ইসরায়েলের অফিস আদালতে দাফতরিক ভাষা হিসেবে ‘হিব্রু’কে স্বীকৃতি দেওয়া হয়। আগে হিব্রু এবং আরবি; দুটোই রাষ্ট্রের দাফতরিক ভাষা ছিল।
More Stories
এরদোয়ান জয়ী
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে...
বিশ্বের সেরা পাসপোর্ট আমিরাতের
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত...
এরদোগানের দিন শেষ?
তুরস্কে এরদোগানের দুই দশকের শাসনের অবসানের সময় যেন ঘনিয়ে এসেছে। যেন অস্তগামী এরদোগানের শাসনকাল। আধুনিক তুরস্কের একশো বছরের ইতিহাসে রোববারের...
জেলেনস্কিকে কাছে পেয়ে যা বললেন পোপ ফ্রান্সিস
আগ্রাসন থেকে পিছিয়ে আসেনি রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ইতি পড়েনি এখনো। সীমিত ক্ষমতা নিয়ে রাশিয়ার মতো বিরাট শক্তির বিরুদ্ধে লড়াই জারি...
পাকিস্তানজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান
দেশজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়ে শনিবার...
জামিন পেলেন ইমরান খান
আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার (১২ মে) তাকে দুই সপ্তাহের জন্য...