যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুড় ও শ্বাশুড়ি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের স্লোভেনিয়ান বংশোদ্ভুত এই অভিভাবক শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেন।
ভিক্টর এবং আমালিজা নাভস গতকাল বৃহস্পতিবার একান্ত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির নাগরিকত্বের শপথ পাঠ করেন। নিউ ইয়র্কে এই শপথ পাঠ অনুষ্ঠান আয়োজিত হয়। তাদের আইনজীবী মাইকেল ওয়াইলডস বিষয়টি নিশ্চিত করেন।
মাইকেল জানান, নাগরিকত্ব পাওয়ার আগে এই দম্পতি গ্রীন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাদের মেয়ে মেলানিয়া ট্রাম্প কার্ডের পৃষ্ঠপোষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, গ্রীন কার্ড পেয়ে দেশটিতে পাঁচ বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। তবে এর সাথে আরও কিছু বিষয় খতিয়ে দেখে অভিবাসন অধিদপ্তর।
মাইকেল ওয়াইলডস জানান, তার মক্কেলদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ পাঁচ বছর হয়েছে। তবে এ বিষয়ে আর কোন বিস্তারিত তিনি দেননি।
ভিক্টর নাভস স্লোভেনিয়াতে মোটর গাড়ির একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। আর আমালিজা নাভস সেখানেই একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন। দুইজনের বয়সই ৭০ এর কোঠায়।
মেলানিয়া ট্রাম্পও একজন অভিবাসী হিসেবেই প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রে। মডেলিং করার সময় ‘অসাধারণ যোগ্যতা’ থাকায় আইনস্টাইন ভিসায় ২০০১ সালে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। পরে ২০০৬ সালে দেশটির নাগরিকত্ব পান মেলানিয়া।
এদিকে পারিবারিক ভিসার বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বংশপরম্পরায় ভিসা দেওয়ার থেকে যোগ্যতার ভিত্তিতে ভিসা দেওয়ার পক্ষে সরব আছেন ট্রাম্প।
সূত্রঃ বিবিসি
More Stories
যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করার প্রস্তাব
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীদের কৃষি শ্রমিক হিসেবে বৈধ করার প্রস্তাব উঠেছে। সরকারি দল ডেমোক্র্যাট ও বিরোধী...
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে এই রন ডিস্যান্টিস ?
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চাইবেন বলে ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর...
ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক...
ক্যাপিটল ভবনে আক্রমণ, মূল চক্রান্তকারীর ১৮ বছরের জেল
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আক্রমণের মূল চক্রান্তকারী অতি দক্ষিণপন্থি সংগঠনের প্রধান স্টুয়ার্ট রোহডসকে শাস্তি দেওয়া হয়েছে। দেশটির আদালত তাকে ১৮ বছরের...
কোনো দলের ব্যাপারে ‘হস্তক্ষেপ’ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ...
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন সরকারের...