প্রবাস বাংলা সংবাদ (লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া) :
নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন এবং আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এক সংহিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ আগস্ট’১৮ মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সিটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসমাইল হোসেনের সঞ্চালনায় লিটল বাংলাদেশ কমিউনিটির বাংলাদেশ একাডেমীতে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ভাষা সৈনিক ডক্টর মুহাম্মদ সিরাজ উল্যাহ।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন- বিশিষ্ট মূকাভীনেতা ও লিটল বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসিডেন্ট কাজী মাশহুরুল হুদা, প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, বিশিষ্ট উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা মিঠুন চৌধুরী, মানবাধিকার সংগঠক শামসুল আরেফিন হাসিব, কমিউনিটি লিডার শামসুদ্দীন মানিক, এম ওয়াহিদ রহমান, নেইবাহুড কাউন্সিল মেম্বার ফয়সাল আহমেদ তুহীন, পাইলট ইলিয়াস খান এলেন, রাজশাহী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহাদাৎ হোসেন শাহীন, কমিউনিটি লিডার ডা: নিয়াজ মোহাইমেন, ডিফারেন্ট টাচ ব্যান্ড শিল্পী মাহতাব আযামী, সাংস্কৃতিক কর্মী ও ব্লগার তাহিয়া পাপরী, কামাল হোসাইন, সাংবাদিক কুদ্দুস খান প্রমুখ।
বাংলাদেশে চলমান নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি সমর্থন ব্যক্ত করে বক্তারা বলেন, কোনো প্রকার রাজনৈতিক লেবাস লাগিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলন ভাবার অবকাশ নেই। কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক এই আন্দোলন মানুষের নিরাপত্তা নিশ্চিতের আন্দোলন। এই আন্দোলন বিশৃঙ্খল দেশকে শৃঙ্খলায় ফেরানোর আন্দোলন। এই আন্দোলন কাউকে ক্ষমতা থেকে নামানো কিম্বা কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলন নয়। তথাপি সরকার এই আন্দোলনে কেন ভীতিসন্ত্রস্ত বুঝে আসে না।
আলোচকগণ আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের উপরে পুলিশ ও সরকারী ছাত্র সংগঠনের পৈচাশিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা সরকারের প্রতি আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির আহবান জানান। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক দাবী বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছা প্রমাণে নৌ মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবী করেন।
তারা বলেন, ছাত্রসমাজ দেশের প্রকৃত সম্পদ, দেশের ভবিষ্যৎ। তারাই দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনবে। বিভিন্ন সময়ে ছাত্রসমাজ দেশের জন্য ঐতিহাসিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইতিহাসে কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই আন্দোলন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা সভায় প্রস্তাব দেন যে, যেহেতু চলমান ঘটনার পক্ষে ও বিপক্ষে সমর্থক দেখা যাচ্ছে, সেহেতু প্রেস ক্লাব দুই পক্ষকে নিয়ে পাবলিক টকশোর।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...