নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কস্থ ‘মাহবুব আলী স্মৃতি সংসদ’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। এ সময় তার আত্মার মাগফেরাত কামনাও করা হয়।
সোমবার (৬ আগস্ট) রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিলাল আহমেদ।
সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনির পরিচালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে মাহবুব আলীর অবদান অনস্বীকার্য। তার মত সৎ, দেশপ্রেমিক এবং ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মানুষের বড় অভাব বাংলাদেশে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ও যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ আবু তাহের।
সভায় অন্যদের মধ্যে ছিলেন স্টেট বিএনপি নেতা সোহরাব হোসেন, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর সরওয়ার্দী, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, বিএনপি নেতা আব্দুস সামাদ টিটু, খলকুর রহমান, ওয়েছ আহমেদ, ফারুক আহমেদ, মনসুরুল হাসান, মির্জা আযম, সায়েদ আলী, সিদ্দিকুর রহমান রুবেল, মোহাম্মদ মান্নান, রেদওয়ান হোসেন, কামরুল ইসলাম, সামাদ আহমেদ, সেলিম আহমেদ, রাজ খান, গফফার আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংগঠনের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি বাংলাদেশের যেকোনো সংকটে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
More Stories
যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে চায়ের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে চায়ের দাওয়াত দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।...
লস এঞ্জেলেসে এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী পালন
প্রবাস বাংলা ডেস্ক থেকে, শামসুল আরেফিন বাবলু: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএ জি ওসমানী’র ১০৫তম জন্মদিন এক উৎসবমূখর পরিবেশে গত...
মালদ্বীপ প্রবাসী সিকান্দারকে বিমান টিকিট হস্তান্তর
গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী সিকান্দার শেখকে দেশে ফিরতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে সোমবার (১৮ সেপ্টেম্বর) একটি এয়ার টিকিট...
সুন্দরবন রক্ষায় সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা ইউনেস্কোর
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সুন্দরবন। চিরসবুজ এই বনের সম্পদ এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধিশালী হওয়ায় ১৯৯৭ সালে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান...
কলম্বিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আতিকুর রহমান
কলোম্বিয়ার ক্রীড়া প্রতিমন্ত্রী ক্যামিলো লাগুয়ারানের আমন্ত্রণে বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি ও ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আগামী ১৮ সেপ্টেম্বর...
শেখ হাসিনার প্রশংসায় কানাডা সিনেটের মানবাধিকার কমিটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার কমিটির চেয়ার সালমা আতাউল্লাজান। শনিবার (১৬...