Read Time:2 Minute, 47 Second

কানাডার বিভিন্ন হাসপাতাল থেকে নিজেদের সব রোগীকে অন্যত্র সরিয়ে নেয়ার কাজ শুরু করে দিয়েছে সৌদি আরব। দেশটির সঙ্গে সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে রিয়াদ।

সৌদি সংবাদ সংস্থার বরাতে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় সৌদি আরবের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহদ বিন আব্রাহিম আল তামিমি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৌদি আরবে আটক মানবাধিকারকর্মীদের মুক্তি দাবি করলে কানাডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় রিয়াদ।

এদিকে সৌদি আরবের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে কানাডা সংযুক্ত আরব আমিরাত ও ব্রিটেনের সহযোগিতা চাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, এতে তারা জড়াবে না।

রোববার সৌদি সরকার ওটোয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে এবং রিয়াদে কানাডার রাষ্ট্রদূতকে ফিরতে দেয়নি। কানাডার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞাও আরোপ করেছে সৌদি আরব।

রিয়াদের অভিযোগ, কানাডা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

সূত্র জানায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উদারপন্থী সরকার মানবাধিকারের গুরুত্বের ওপর জোর দিচ্ছে। সৌদির সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে তারা আরব আমিরাতের দারস্থ হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, উত্তেজনা কমাতে মিত্র ও বন্ধু দেশগুলোকে কাজ করতে হবে। এটি দ্রুতই ঘটতে পারে।

আরেকটি সূত্র জানায়, কানাডা ব্রিটেনেরও সহায়তা চাইতে পারে। ব্রিটিশ সরকার মঙ্গলবার দুই দেশকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, দুপক্ষকেই বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। আমরা এখানে কিছু করতে পারব না। তাদেরই একসঙ্গে এর সমাধান টানতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইরান নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন ট্রাম্প
Next post চীনকে তুষ্ট রাখতে দিল্লি নেই মার্কিন প্রকল্পে
Close