বিরোধী জোট নয়, বরং প্রধানমন্ত্রীত্ব পেতে এবার মাঠে নেমেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এন ও প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পিপিপি।
দল দুটির নেতৃত্বে কয়েকটি ছোট দল নিয়ে অল পার্টিজ কনফারেন্স (এপিসি) বলেছে, তারা পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে প্রার্থী দেবে। ইমরান খান যাতে দেশটির প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্যই এমন সিদ্ধান্তে গিয়েছে তারা।
পাকিস্তানে গত সপ্তাহের নির্বাচনে সবচেয়ে বেশি ১১৬টি আসন জিতেছে ইমরানের পিটিআই। সরকার গড়তে ছোট দলগুলোর সঙ্গে আলোচনা করছে দলটি। অন্যদিকে পিএমএল-এন ও পিপিপির সম্মিলিত আসন ১০৭।
এদিকে প্রধানমন্ত্রী প্রার্থী দিলেও রয়টার্স বলছে, ইমরানের জোটকে চ্যালেঞ্জ করার মতো শক্তি ও সামর্থ্য বিরোধীরা অর্জন করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
পিটিআই নেতারা জানিয়েছেন, ১৪ আগস্ট বিজয় দিবসের আগেই শপথ নেবেন ইমরান। এ লক্ষ্যে রাতদিন পরিশ্রম করছেন তিনি। সরকার গঠন করতে হলে ১৩৭ আসন দরকার। বাকি আসনগুলো পিটিআই স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো থেকে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন পাওয়া গেছে বলেও জানিয়েছে দলটির নেতা।
নির্বাচনে পিএমএল-এন ৬৪টি এবং পিপিপি ৪৩টি আসন পেয়েছে। এ ছাড়া এপিসির অন্তর্ভুক্ত অন্যতম দল মুত্তাহিদা মজলিস-ই-আমল ১৩টি আসন পেয়েছে।
জিও নিউজ জানায়, বৃহস্পতিবার ছিল এপিসির দ্বিতীয় বৈঠক। ইসলামাবাদে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলেন নওয়াজের ছোট ভাই পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ। কিন্তু শুক্রবারও তারা বড় ধরনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে একমত হতে পারেননি। এর আগে ২৭ জুলাই মুত্তাহিদা মজলিস-ই-আমল দলের আহ্বানে প্রথম অল পার্টি কনফারেন্সের আহ্বান করা হয়। যেখানে উপস্থিত ছিল না পিপিপির কোনো প্রতিনিধি।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া
More Stories
এরদোয়ান জয়ী
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে...
বিশ্বের সেরা পাসপোর্ট আমিরাতের
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত...
এরদোগানের দিন শেষ?
তুরস্কে এরদোগানের দুই দশকের শাসনের অবসানের সময় যেন ঘনিয়ে এসেছে। যেন অস্তগামী এরদোগানের শাসনকাল। আধুনিক তুরস্কের একশো বছরের ইতিহাসে রোববারের...
জেলেনস্কিকে কাছে পেয়ে যা বললেন পোপ ফ্রান্সিস
আগ্রাসন থেকে পিছিয়ে আসেনি রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ইতি পড়েনি এখনো। সীমিত ক্ষমতা নিয়ে রাশিয়ার মতো বিরাট শক্তির বিরুদ্ধে লড়াই জারি...
পাকিস্তানজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান
দেশজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়ে শনিবার...
জামিন পেলেন ইমরান খান
আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার (১২ মে) তাকে দুই সপ্তাহের জন্য...