Read Time:3 Minute, 51 Second

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর পরবর্তী সম্মেলন আগামী বছর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে। এখানেই ১৯৯৮ এবং ২০০০ সালের ফোবানা সম্মেলন হয়েছিল। এছাড়া ২০২০ সালে ৩৪তম ফোবানা সম্মেলন হবে নর্থ টেক্সাসে।

বাংলাদেশ-আমেরিকা এসোসিয়েশন অব জর্জিয়ার ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী সম্মেলন শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়। ফোবানার নতুন নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং নির্বাহী সচিব পদে জয় পেয়েছেন যথাক্রমে মীর চৌধুরী (নিউজার্সি) এবং জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)। সম্মেলন’র শেষ দিন গতকাল রবিবার সন্ধ্যায় ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর বিজয়ীরা হলেন ভাইস চেয়ারপার্সন শাহ হালিম (টেক্সাস), যুগ্ম সচিব ড. রফিক খান (টেক্সাস), কোষাধ্যক্ষ মাসুদ রব চৌধুরী (লস এঞ্জেলেস)।

২০১৮-২০১৯ সালের জন্যে নির্বাচিত এ নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন আতিকুর রহমান (ফ্লোরিডা), জসীমউদ্দিন (জর্জিয়া), নাহিদ খান সাহেল (জর্জিয়া), ডিউক খান (জর্জিয়া), রেহান রেজা (ক্যানসাস), রবিউল করিম বেলাল (ক্যানসাস), বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক)।

জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় কংগ্রেসম্যান রব উডঅ্যলসহ ফোবানার বিদায়ী চেয়ারপার্সন আতিকুর রহমান, সাবেক চেয়ারপার্সন ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, সাবেক চেয়ারপার্সন মাহবুব রেজা রহিম, ফামা ক্যাশের নির্বাহী প্রধান ড. সাইফুল খন্দকার, বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রধান বেদারুল ইসলাম বাবলু, উত্তর আমেরিকায় আইটি ইন্সটিটিউট ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ, কম্যুনিটি লিডার রবিউল করিম বেলাল, মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. জিনাত নবী, ড্রামা সার্কেলের নেত্রী নার্গিস আহমেদ, ড্রামা সার্কেলের সভাপতি আবির আলমগীর, মিডিয়া ব্যক্তিত্ব সাঈদ হোসেন প্রমুখ।

ফোবানার এবারের সম্মেলনে বেশ ক’জনকে কম্যুনিটি সার্ভিসের জন্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের অন্যতম হচ্ছে ইঞ্জিনিয়ার আবু হানিপ অন্যতম।
সম্মেলনে দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় ‘বাংলাধারা’ নামক একটি সংগঠনের উদ্যোগে নতুন প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মমতাকে হিন্দু ধর্ম ত্যাগ করতে বললেন রাজস্থানের মন্ত্রী
Next post ইমরানের শপথে আমন্ত্রণ পাচ্ছেন মোদি?
Close