Read Time:1 Minute, 31 Second

পাকিস্তান তেহরিকে ইনসাফ দল বা পিটিআই জানিয়েছে, আগামী ১৪ আগস্টের আগে ইমরান খান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান। পাঞ্জাব প্রদেশে দলটি জোট সরকার গঠনের প্রচেষ্টা যখন জোরদার করেছে তখন দলের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

স্বতন্ত্র ও দলীয় পরিচয়ে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচত কয়েকজন এমপিএ এবং এমএনএ এরইমধ্যে ইমরান খানের দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব সদস্য ইমরানের দলে যোগ দিতে পারেন বলে পিটিআই দাবি করেছে।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইমরান খানের দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কয়েকটি ছোট দলের সঙ্গে মিলে পিটিআই কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে।

১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। ধারণা করা হচ্ছে- এ কারণে ইমরান খান ১৪ আগস্টের আগে শপথ নিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চান।-রেডিও তেহরান

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নওয়াজ শরিফ
Next post ত্রাণমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়
Close