বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মিয়াকো শিয়ো (১১৭) আর নেই। তিনি জাপানের রাজধানী টোকিওর নাগরিক ছিলেন। আজ শনিবার তার মৃত্যু হয়। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সিএনএন ও সিবিএস নিউজের খবরে বলা হয়, মিয়াকো শিয়ো নামের এই নারী ১৯০১ সালের ২২ মে জন্ম নেন। ২০১৫ সালের এপ্রিলে মিসায়ো ওকাওয়া নামের জাপানের আরেক নারী একই বয়সে মারা যাওয়ার পর মিয়াকো বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি পান। সবচেয়ে বয়স্ক হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে কিছুদিন আগে তিনি স্বীকৃতি পান।
মিয়াকো মারা যাওয়ায় বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে ১১৫ বছর বয়সী কানে তানাকার নাম এসেছে। সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে নাম এসেছে মাসাকো নোনাকার। গত বৃহস্পতিবার তাঁর ১১৩তম জন্মদিন উদ্যাপন করা হয়। তাঁরা দুজনই জাপানি।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ১১৭ বছর বয়সী মিয়াকোকে তাঁর পরিবারের সদস্যরা উদার ও গল্পপ্রিয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি আড্ডা দিতে পছন্দ করতেন এবং তাঁর চারপাশের মানুষদের আনন্দ দিতেন। তিনি জাপানি খাবার খেতে পছন্দ করতেন। সুশি ও ইল ছিল তাঁর পছন্দের খাবার। তিনি ক্যালিগ্রাফি করতেও পছন্দ করতেন।
শতবর্ষী মানুষ জাপানে নতুন কোনো বিষয় নয়। দেশটির ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস মন্ত্রণালয়ের এ বছরের ফেব্রুয়ারির এক তথ্য অনুযায়ী, জাপানে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ৬৯ হাজার। এর মধ্যে ৬০ হাজার নারী ও ৯ হাজার পুরুষ।
সূত্র : সিএনএন ও সিবিএস
More Stories
রাশিয়ার ‘বন্ধু’ দেশের তালিকায় বাংলাদেশ
রাশিয়া ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন করেছে, যাদেরকে রাশিয়ান মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস...
নির্বাচনে ইইউর পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ
‘বাজেট স্বল্পতার কারণে’ বাংলাদেশে সংসদ নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ তথ্য বাংলাদেশের নির্বাচন...
সৌদি আরবে আরও দক্ষ কর্মী পাঠাচ্ছে ঢাকা
সৌদি আরবে আরও দক্ষ কর্মী পাঠানোর প্রাথমিক কাজ শুরু করেছে বাংলাদেশ। সৌদির পাশাপাশি অন্যান্য দেশের চাহিদা মেটানোর জন্য দক্ষ কর্মী...
মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১০৩৭
মরক্কোয় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০৩৭ জন হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।...
সিঙ্গাপুরে অর্থপাচারের বিরুদ্ধে ব্যাপক পরিসরে তদন্ত শুরু
সিঙ্গাপুরে বৃহত্তম অর্থপাচারের ঘটনায় ব্যাপক পরিসরে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। অর্থপাচারে অভিযোগে গ্রেপ্তারকৃত ১০বিদেশি নাগরিকের বিরুদ্ধে ইতোমধ্যে দেশটিতে মামলা...
নতুন স্নায়ুযুদ্ধের সতর্কবার্তা দিল চীন
ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।...