ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কাছে পরাজয় স্বীকার করেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)।
প্রধান বিরোধীদল হিসেবে সংসদে যাওয়ারও সিদ্ধান্ত জানিয়েছে দলটি। পিএমএল-এন প্রাথমিকভাবে ভোটের ফল অস্বীকার করলেও শুক্রবার এর নেতারা পিটিআই নেতা ইমরান খানকেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত প্রাথমিক ফল জানিয়ে বলেছে, ইমরানের দল ঝুলিতে ১১৫ আসন নিয়ে সরকার গড়ার পথে আছে।
ওদিকে পিএমএল-এন ৬৩ টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তন পিপলস পার্টি (পিপিপি) ৪৩ আসন নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে।
দেশটির বড় বড় দলগুলো অভিযোগ করেছিল, প্রভাবশালী সেনাবাহিনী আড়াল থেকে কলকাঠি নেড়ে পিটিআইকে ভোটে জিতিয়েছে।
তাদের এ অভিযোগের জবাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া ভাষণে দলের জয়ের দাবি করে ইমরান ভোট কারচুপির অভিযোগ তদন্তের প্রস্তাব দিয়েছিলেন। ওই দিনই পিএমএল-এন ভোট বয়কট করতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল।
কিন্তু শুক্রবার সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রধান বিরোধীদল হিসাবে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলার ঘোষণা দিয়েছে পিএমএল-এন।
পিএমএল-এন নেতা হামজা শাহবাজ শরিফ বলেন, আমরা সংসদে বিরোধী বেঞ্চে বসতে যাচ্ছি। পিএমএল-এন কঠোর বিরোধী দলের ভূমিকা পালন করবে।
নির্বাচনের ফল নিয়ে আপত্তি করলেও গণতন্ত্রের স্বার্থে পিটিআইয়ের ম্যান্ডেটের প্রতি সম্মান দেখানোর কথা জানিয়েছেন তিনি। হামজা বলেন, আমাদের হারাতে নির্বাচনের আগের চেষ্টা খুবই স্পষ্ট। আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
More Stories
এরদোয়ান জয়ী
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে...
বিশ্বের সেরা পাসপোর্ট আমিরাতের
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত...
এরদোগানের দিন শেষ?
তুরস্কে এরদোগানের দুই দশকের শাসনের অবসানের সময় যেন ঘনিয়ে এসেছে। যেন অস্তগামী এরদোগানের শাসনকাল। আধুনিক তুরস্কের একশো বছরের ইতিহাসে রোববারের...
জেলেনস্কিকে কাছে পেয়ে যা বললেন পোপ ফ্রান্সিস
আগ্রাসন থেকে পিছিয়ে আসেনি রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ইতি পড়েনি এখনো। সীমিত ক্ষমতা নিয়ে রাশিয়ার মতো বিরাট শক্তির বিরুদ্ধে লড়াই জারি...
পাকিস্তানজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান
দেশজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়ে শনিবার...
জামিন পেলেন ইমরান খান
আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার (১২ মে) তাকে দুই সপ্তাহের জন্য...