শিকাগো থেকে নিখোঁজ অটিস্টিক স্পোর্টসম্যান রেজওয়ানুল হকের সন্ধান পাওয়া গেছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে শিকাগোতে অবস্থিত বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মনির চৌধুরী ২৫ জুলাই বুধবার সকালে এ তথ্য জানান। এর আগে, ১৯ জুলাই ২২ বছর বয়েসী রেজওয়ানুল নিখোঁজ হয়েছিলেন।
শিকাগোতে ‘স্পেশাল অলিম্পিক’-এ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে রেজওয়ানুল যুক্তরাষ্ট্রে আসেন। শুক্রবার থেকে ৫ দিনের ঐ অলিম্পিকে বাংলাদেশ থেকে ২০ জন এসেছিল। অলিম্পিক শুরুর আগের দিন বিকেল থেকেই নিখোঁজ হন রেজওয়ানুল। রেজওয়ানুল ছিলেন বাংলাদেশ ইউনিফাইড কাপ সকার টিমের খেলোয়াড়। অলিম্পিক শেষ হলে টিমের অন্য সকলেই ফিরেছেন বাংলাদেশে।
শিকাগো পুলিশ জানিয়েছে, রেজওয়ানুল নিরাপদেই রয়েছেন। শিকাগো এলাকাতেই তাকে পাওয়া যায় ২৪ জুলাই বিকেলে। অনরারি কন্সাল জেনারেলকে পুলিশ আরও জানিয়েছে, রেজওয়ানুল অলিম্পিক হোটেল ত্যাগ করেন নিজের পছন্দের জায়গায় অবস্থানের জন্যে। তবে তিনি তা কাউকেই না জানানোয় অলিম্পিক কর্তৃপক্ষ বিচলিত বোধ করেন এবং তারা পুলিশের দৃষ্টিতে আনলে সারা আমেরিকায় রেড এলার্ট জারি করেছিল শিকাগোর পুলিশ। এক পর্যায়ে অনরারি কন্সাল জেনারেলের সহায়তাও চেয়েছিল পুলিশ প্রশাসন।
স্পেশাল অলিম্পিকে ১৯২ দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিবন্ধী খেলোয়াড় অংশ নেন। আর কাউকে নিয়েই কর্তৃপক্ষকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি।
মনির চৌধুরী জানান, রেজওয়ানুল নিরাপদে ছিল এবং অক্ষত অবস্থায় তাকে পাওয়া গেছে। ইতিমধ্যেই আমি শিকাগো পুলিশকে জানিয়েছি রেজওয়ানুলকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য।
More Stories
সাংবাদিকদের বাবা-মা নিয়ে কটাক্ষ, ক্ষমা চাইলেন সালাহউদ্দিন
সাংবাদিকদের হেয় করে কথা বলে ফের সমালোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার বাফুফে ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির...
‘আরাভ খান’ মূলত সোহাগ মোল্লা, দেশে আসামি দুবাইয়ে ব্যবসায়ী
ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের ধবল ধোলাই করে দুবাইয়ের পথে দেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান। সেখানে একটি জুয়েলারি দোকান উদ্বোধনে থাকবেন...
ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করলো টাইগাররা
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে তার কঠিন প্রতিশোধ নিল লাল-সবুজের প্রতিনিধিরা। টি-২০...
বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়া সিরিজ টাইগারদের
মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন বোলাররা। সেই মঞ্চে দাঁড়িয়েই ইতিহাস গড়লেন টাইগার ব্যাটাররা। আগের ম্যাচের নায়ক শান্ত এই ম্যাচেও মাঠ ছেড়েছেন...
ইংল্যান্ড ও বাংলাদেশ দলকে সংবর্ধনা দিলো ব্রিটিশ হাইকমিশন
ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশ নিতে ঢাকায় আসা ইংল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ...
স্বর্ণ জিতে ইসিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর
এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান স্বর্ণ জিতেছেন। এশিয়ার মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটিকসে এটি সবচেয়ে বড় সাফল্য। আজ শনিবার...