চীনের বিরুদ্ধে বাণিজ্যিক ‘কর’ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া চীনের বিভিন্ন পণ্যের ওপর নতুন করে কর আরোপের চিন্তা করছেন ট্রাম্প। অংকের হিসেবে এই করের পরিমাণ দাঁড়াবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার।
সিএনবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ৫০০ বিলিয়নের যুদ্ধে যেতে প্রস্তুত। আর আমি এটা রাজনৈতিক উদ্দেশ্যে করছি না। আমি দেশের সঠিক সিদ্ধান্তের জন্য এমনটা করতে যাচ্ছি।
প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক সময়ে এই কর আরোপের পক্ষে নিজের শক্ত অবস্থান আবারও তুলে ধরলেন যখন আগামী সপ্তাহ থেকেই আগের আরোপ করা কর কার্যকর হতে যাচ্ছে। চীনের বিভিন্ন পণ্যের ওপর ১০ শতাংশ হারে ইতিমধ্যে কর বাড়িয়েছে মার্কিন প্রশাসন। এতে চীনকে অতিরিক্ত ২০০ বিলিয়ন আমদানি শুল্ক দিতে হবে মার্কিন মুল্লুককে।
তবে নতুন কর আরোপের বিষয়টি নিয়ে এখনও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানান ট্রাম্প। আগামী আগস্ট মাসের শেষ নাগাদ এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
আন্তর্জাতিক বাজারে মার্কিন মুদ্রা ডলারের দর পতন এবং স্থানীয় বাজারে ডলারের বিপরীতে সুদের হার বেড়ে যাওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং চীনকে বরাবরই দোষারোপ করে আসছে ট্রাম্প প্রশাসন।
চীন থেকে পণ্য আমদানিতে কর আরোপের পাশাপাশি চীনের একচ্ছত্র বাজার নীতিরও সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। চীনের বাজারনীতিকে ‘আগ্রাসী’ বলেও সম্বোধন করেন তিনি। চীন যদি এমন বাজারনীতি থেকে সরে না আসে তাহলে চীনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন ট্রাম্প।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই এক ধরণের ‘বাণিজ্যিক যুদ্ধে’ লিপ্ত আছে চীন ও যুক্তরাষ্ট্র। নিজ দেশে একে অন্যের আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করে আসছে দেশ দুইটি। সর্বশেষ চীনের ওপর ২০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ কর আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে চীনে আমদানি হওয়া মার্কিন পণ্যের ওপর ৫০ বিলিয়ন ডলারের কর আরোপ করে চীন।
More Stories
রাশিয়ার ‘বন্ধু’ দেশের তালিকায় বাংলাদেশ
রাশিয়া ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন করেছে, যাদেরকে রাশিয়ান মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস...
নির্বাচনে ইইউর পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ
‘বাজেট স্বল্পতার কারণে’ বাংলাদেশে সংসদ নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ তথ্য বাংলাদেশের নির্বাচন...
সৌদি আরবে আরও দক্ষ কর্মী পাঠাচ্ছে ঢাকা
সৌদি আরবে আরও দক্ষ কর্মী পাঠানোর প্রাথমিক কাজ শুরু করেছে বাংলাদেশ। সৌদির পাশাপাশি অন্যান্য দেশের চাহিদা মেটানোর জন্য দক্ষ কর্মী...
মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১০৩৭
মরক্কোয় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০৩৭ জন হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।...
সিঙ্গাপুরে অর্থপাচারের বিরুদ্ধে ব্যাপক পরিসরে তদন্ত শুরু
সিঙ্গাপুরে বৃহত্তম অর্থপাচারের ঘটনায় ব্যাপক পরিসরে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। অর্থপাচারে অভিযোগে গ্রেপ্তারকৃত ১০বিদেশি নাগরিকের বিরুদ্ধে ইতোমধ্যে দেশটিতে মামলা...
নতুন স্নায়ুযুদ্ধের সতর্কবার্তা দিল চীন
ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।...