২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে গোয়েন্দা সংস্থার বক্তব্য মেনে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। যদিও মাত্র একদিন আগেও অভিযোগটি নাকচ করে দিয়েছিলেন তিনি।
ট্রাম্প বলছেন, সোমবারের বক্তব্যে তিনি ভুল বলেছিলেন। আসলে তিনি বলতে চেয়েছিলেন, রাশিয়া ওই নির্বাচনে ভূমিকা রেখেছে, সেটা মনে না করার কোনও কারণ নেই।
সর্বশেষ বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার পূর্ব বিশ্বাস ও সমর্থন রয়েছে। যদিও তিনি ভ্লাদিমির পুতিনের নিন্দা জানাবেন কি-না সে প্রশ্নের কোনও জবাব দেননি।
তখন তিনি কি বলেছিলেন?
ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর একজন সাংবাদিক জানতে চান, `২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোনও ধরণের ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছেন পুতিন। যদিও সব মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে, রাশিয়ার ভূমিকা ছিল। আপনি কাকে বিশ্বাস করেন?`
তার উত্তরে ট্রাম্প বলেন, `আমার লোকজন আমার কাছে এসেছিল, তারা বলেছে, তারা মনে করে রাশিয়ার ভূমিকা ছিল। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন, এটা রাশিয়ার কাজ নয়। আমি বলবো, আমি এমন কোনও কারণ দেখতে পাই না যে, তারা কেন এটা করবে।`
তিনি এখন কি বলছেন?
ট্রাম্প বলছেন, তিনি পুরো ঘটনার বর্ণনা পর্যালোচনা করে দেখেছেন এবং একটি ব্যাখ্যা দেওয়া দরকার বলে মনে করেন।
`আমার বক্তব্যে একটি প্রধান বাক্যে আমি বলেছিলাম, তারা (রাশিয়া) কেন এটা করবে? আসলে সেটা হওয়ার কথা, তারা কেন করবে না?`
`বাক্যটা হওয়ার কথা এমন, আমি এমন কোনও কারণ দেখতে পাই না, কেন এটা রাশিয়া হবে না?“ বলছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আরো যোগ করেন, `আমাদের গোয়েন্দারা যে সিদ্ধান্ত জানিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে, সেই সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। হয়তো আরো অনেকেই করেছে, করার মতো আরো অনেকেই রয়েছে।`
যদিও ওই হস্তক্ষেপে নির্বাচনে কোন প্রভাব পড়েনি বলেও বলছেন ট্রাম্প।
কেন এতো সমালোচনা?
সোমবারের ওই সামিটের পর রিপাবলিকান ও ডেমোক্রেট, উভয় পক্ষই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, নিজের গোয়েন্দা কর্মকর্তাদের বাদ দিয়ে ট্রাম্প রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। অনেক আইন প্রণেতা আরো আহত হয়েছেন এই কারণে যে, রাশিয়া এবং পুতিনের বিষয়ে নির্দিষ্ট সমালোচনা করতে রাজি হননি ট্রাম্প।
বিবিসির সংবাদদাতা বলছেন, যদিও ডোনাল্ড ট্রাম্প এখন ভুলের কথা বলছেন, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। হোয়াইট হাউজ এখন যতই বিবৃতি দিক না কেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি আটকে গিয়েছিলেন। কোনও ব্যাখ্যাই সেটা আর পাল্টাতে পারবে না।
সূত্র: বিবিসি
More Stories
বিদেশীদের উমরাহ হজ ব্যয় কমালো সৌদি সরকার
সৌদি সরকার বিদেশী উমরাহ হাজিদের জন্য সমন্বিত বীমা ব্যয় ২৩৫ সৌদি রিয়েল থেকে হ্রাস করে ৮৭ সৌদি রিয়েল করেছে- যা...
বিশ্বের নতুন সম্পদের ৬৭ ভাগ এক শতাংশ ধনীর হাতে : অক্সফাম
বিশ্বে ২০২০ সালের পর নতুন করে তৈরি হওয়া ৪২ ট্রিলিয়ন ডলার সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৭ শতাংশ) গেছে বিশ্বের মাত্র ১...
চীনকে মোকাবেলায় জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে : জাপানি প্রধানমন্ত্রী
চীনকে মোকাবেলায় জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বেইজিংয়ের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে...
‘রক এন রোল’ কিংবদন্তি এলভিসের কন্যা লিসা মারা গেছেন
‘রক এন রোল’ কিংবদন্তি এলভিস প্রেসলির একমাত্র সন্তান লিসা মেরি প্রেসলি (৫৪) মারা গেছেন। লিসার মায়ের বরাতে আজ শুক্রবার ব্রিটিশ...
৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন
ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর উদ্দেশ্যে বৃহস্পতিবার এক লিখিত আদেশে রাশিয়ার...
২০২৩ সালকে বরণ করতে প্রস্তুত বিশ্ব
বিদায় নিতে চলেছে ২০২২ সাল। পুরো বিশ্ব নতুন বছরকে বরণ করতে নিয়েছে নানা প্রস্তুতি। নতুন বছরটি প্রায় সারা দিন ধরে...