যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাঁর অন্যতম বড় শত্রু হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় গতকাল রোববার সিবিএস নিউজ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।
টিভি সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান এ মুহূর্তে তাঁর বড় শত্রু কে? এর উত্তরে ট্রাম্প ইইউর নাম বলেন।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন, ব্রেক্সিট ইস্যুতে ইইউর বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প তাঁকে।
স্কটল্যান্ডে নিজের টার্নবেরি গলফ প্রাঙ্গণে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের অনেক শত্রু আছে। আমার মনে হয়, ইউরোপীয় ইউনিয়ন একটা শত্রু, বাণিজ্য নিয়ে তারা আমাদের ওপর যা করে সেক্ষেত্রে। এখন আপনি ইউরোপীয় ইউনিয়ন ছাড়া ভাবতে পারবেন না, কিন্তু তারা শত্রু।’
উপস্থাপক জেফ গ্লর বলেন, ‘অনেক মানুষ আশ্চর্য হবেন এটা শুনে যে চীন ও রাশিয়ার আগে ইইউ আপনার শত্রু।’
ট্রাম্প বলেন, ‘ইইউ অত্যন্ত কঠিন। আমি এসব দেশের নেতাদের শ্রদ্ধা করি। কিন্তু বাণিজ্য বিবেচনায় নিলে তারা আমাদের থেকে সুবিধা নিয়েছেন।’
এ ব্যাপারে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইট বার্তায় বলেন, ‘আমেরিকা ও ইইউ সবচেয়ে ভালো বন্ধু। যিনিই বলে থাকুন যে আমরা শত্রু, তিনি আসলে ভুয়া খবর ছড়াচ্ছেন।’
ট্রাম্প হেলসিংকি গেছেন পুতিনের সঙ্গে বৈঠক করতে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ভবনে এ বৈঠক হবে।
More Stories
যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করার প্রস্তাব
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীদের কৃষি শ্রমিক হিসেবে বৈধ করার প্রস্তাব উঠেছে। সরকারি দল ডেমোক্র্যাট ও বিরোধী...
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে এই রন ডিস্যান্টিস ?
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চাইবেন বলে ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর...
ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক...
ক্যাপিটল ভবনে আক্রমণ, মূল চক্রান্তকারীর ১৮ বছরের জেল
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আক্রমণের মূল চক্রান্তকারী অতি দক্ষিণপন্থি সংগঠনের প্রধান স্টুয়ার্ট রোহডসকে শাস্তি দেওয়া হয়েছে। দেশটির আদালত তাকে ১৮ বছরের...
কোনো দলের ব্যাপারে ‘হস্তক্ষেপ’ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ...
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন সরকারের...