রিয়াদ ঢাকা রিয়াদ রুটে ১৪ জুলাই থেকে ১ আগস্ট এবং ২৭ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এই রুটটির বাতিল করা ফ্লাইট পুনরায় চালু করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ অফিসে এক সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে এ দাবি জানানো হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরবে বর্তমানে ২২ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এর মধ্যে রাজধানী রিয়াদে বসবাস করেন প্রায় ১২ লাখ বাংলাদেশি। রিয়াদ-ঢাকা রুটে প্রতিদিন গড়ে আড়াই হাজার যাত্রী ভ্রমণ করেন এর মধ্যে বাংলাদেশ বিমানের যাত্রী ৮০০/৯০০, বছরে প্রায় আড়াই লাখ।
গত জুন মাসে রিয়াদ স্টেশন থেকে বিমান ১৭ কোটি টাকা লাভ করেছে উল্লেখ করে তারা বলেন, কি কারণে হঠাৎ করে রিয়াদ-ঢাকা রুটের এতগুলো ফ্লাইট বাতিল করা হল সেটা আমাদের বোধগম্য নয়। বহিঃবিশ্বে বিমানের লাভজনক স্টেশনগুলোর অন্যতম হচ্ছে রিয়াদ ঢাকা রুট। কিন্তু হঠাৎ করে এই রুটে দীর্ঘদিনের জন্য ফ্লাইট বন্ধ করে দেয়ায় বিপাকে পড়তে যাচ্ছেন লাখ লাখ প্রবাসী। বিশেষ করে কোরবানীর ঈদকে সামনে রেখে দেশে ফেরার অপেক্ষারত প্রবাসীরা বিমানের ফ্লাইট বাতিলের খবরে শঙ্কিত হয়ে পড়েছেন।
ফ্রেন্ডস অব বাংলাদেশ (বাংলাদেশ আওয়ামী লীগ), বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আওয়ামী পরিষদ, যুবলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ বাতিল করা ফ্লাইট পুনরায় চালুর দাবি জানিয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পাবলিক রিলেশন) শাকিল মেরাজ টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমরা রিয়াদের ফ্লাইট চালু রাখার জন্য কয়েকটি বিমান ভাড়া করেছিলাম। তবে সৌদি সিভিল এভিয়েশনের অনুমতি না পাওয়ায় ভাড়া করা বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
More Stories
কেস অব এপোলোজী
সাইফ কুতুবী ও হুদা’র এপোলোজী: সেটেলমেন্ট এগ্রিমেন্ট মোতাবেক একটি এফিডেবিট অব এপোলোজীর কপি বাংলাদেশ কমিউনিটির উদ্দেশ্যে প্রচার করা হলো-
বইমেলায় লিজি রহমানের ‘আমেরিকায় বাঙালির চাষবাস’
আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক লিজি রহমান। আমেরিকার রাজনীতি ও মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে তার লেখা অনেক বই জনপ্রিয়তা পেয়েছে।...
মালয়েশিয়ায় এক বছরে ২৮৪৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত এক বছরে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করেছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৮৪৫...
মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের আভাস
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরণের পরিবর্তনের আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। কর্মীদের স্বার্থে প্রয়োজনে সমঝোতা স্মারক...
আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশের মামুনুর রশীদ
সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি করোনার সময় ফ্রন্টলাইন করোনাযোদ্ধাদের মধ্য থেকে বিশেষ কয়েকজনকে গোল্ডেন ভিসা দিচ্ছে...
শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ থেকে নেওয়া লোন পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল...