পাকিস্তানের পেশোয়ারের আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় এক নেতাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩০ জন। খবর ডনের।

মঙ্গলবার রাতে পেশোয়ারের ইয়াকাতুত এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ারের সিটি পুলিশ অফিসার কাজী জামিল ডন’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নেতার নাম হারুন বিলোর। তিনি আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ অফিসার কাজী জামিল ডন’কে বলেন, হারুন বিলোরের সমর্থকরা যখন নির্বাচনী সমাবেশে জড়ো হচ্ছিলেন তখনই বিস্ফোরণ ঘটে। বিলোর গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মঘাতী হামলা। বিলোরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

Previous post থাই গুহা থেকে সবাই উদ্ধার
Next post এখনও মুক্তি মেলেনি গ্রেফতারকৃত প্রবাসী জাকিরের
Close