বিগত ২০ জুন ২০১৭ সালে রাজনৈতিক আশ্রয় চাইতে গিয়ে লস এঞ্জেলেসে গ্রাফতার হন বাংলাদেশী জাকির (৪০)। ২০১৫ সালের এপ্রিল মাসে তিনি লস এঞ্জেলেসে এসে আর দেশে ফেরেননি। দুই বছর বৈধ কোন কাগজপত্র ছাড়াই তিনি কাজ করেছিলেন। যার প্রেরিত অর্থে তার পরিবারের ভরণপোষণ চলছিল। আটক বাংলাদেশীর মুক্তির ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। জাকিরের পক্ষে মামলা পরিচালনা করছেন জেরিম এ্যার ফ্রোস্ট। ইতিমধ্যে দুই দফা জাকিরের জামিন আবেদন আদালত থেকে নামঞ্জুর হয়েছে।
সূত্রে প্রকাশ, জনৈক বাংলাদেশী দোভাষী কোন আইনজীবী সাথে না নিয়ে স্বয়ং তিনি ইমিগ্রেশন বিভাগে রাজনৈতিক আশ্রয়ের জন্য জাকিরকে নিয়ে যায়। সেখান থেকেই জাকিরকে গ্রেফতার এবং পরবর্তিতে হাজতে প্রেরণ করা হয়।
প্রায় এক বছর হয়ে গেলেও জামিন সহ কোন সুরাহা করা যায়নি জাকিরের।
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, তারা জন্য কমিউনিটি থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে কিন্তু সংগৃহীত অর্থের কোন হিসাব নিকাশ কারও সঠিকভাবে জানা নেই। তবে সামসুল ইসলামের ফেসবুকের মাধ্যমে জানা যায় যে, জেলখানা থেকে কমিউনিটির অনেকের কাছে ফোন করে কোন উত্তর পায়নি। সামসুল ইসলামের সাথে জাকিরের সঙ্গে কথা হয়েছে যে, আগামী ১৯ জুলাই তার আপিলের ডেড লাইন।
এদিকে মুক্তি না হওয়ায় আশাহত হয়ে ভেঙ্গে পড়েছেন তার স্বজনরা। সন্তানের মুক্তির আশায় দিনগুণছেন ৮০ বছর বয়সি বৃদ্ধা মা মাহফুজ খাতুন।
মোহাম্মদ জাকির হোসেনের বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গা নাজির পাড়ায়।
জাকিরের স্ত্রী জাহানারা বর্তমানে দেশে তিন শিশুপুত্র ও শাশুড়িকে নিয়ে নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে।
সেই সঙ্গে সংসারও চলানো কষ্ট হয়ে পড়েছে। জাহানারা তার স্বামীর মুক্তিতে সহায়তার জন্য বাংলাদেশ সরকারসহ লস এঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আইন বিশেষজ্ঞগণ ট্রাম্প প্রশাসনের জন্য কোন আইনজীবী ছাড়া অন্য কাউকেও ইমিগ্রেশনের সম্মুখীন না হওয়ার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...