নিউইয়র্ক সিটি হলের সামনে ১০ জুলাই দুপুর ১টায় বিক্ষোভ শোভাযাত্রার আয়োজন করেছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্স। এ কর্মসূচিতে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদেরকেও সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ ১১ জুলাই সিটি কাউন্সিল একটি বিল চূড়ান্ত করতে পারে। সেখানে যদি ড্রাইভারদের সমস্যার আলোকে প্রস্তাবনা না থাকে তাহলে কোনো লাভ হবে না। এ জন্যই এমন আয়োজন।

এলায়েন্সের কর্মকর্তা টিপু সুলতান বলেন, নিউইয়র্ক সিটির মোট ট্যাক্সি ড্রাইভারের প্রায় ২৭ ভাগ বাংলাদেশি। সুযোগ-সুবিধা বাড়লে গোটা সম্প্রদায় এর সুফল পাবে। তাই সকলেই যেন এক/দেড় ঘণ্টার জন্যে কর্মবিরতি দিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। সিটি কাউন্সিলে বিলটি ভোটে যাবে ১৮ জুলাই। একবার যদি আমাদের বঞ্চিত করার প্রস্তাবাবলি পাশ হয়, তাহলে কষ্টের আর সীমা থাকবে না।

গত ৬ মাসে অর্থ সংকটের কবলে পড়ে ৬ ড্রাইভার আত্মহত্যা করেছেন। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, আত্মহত্যা পথে গিয়ে ব্যক্তি ড্রাইভার নিষ্কৃতি পেলেন বলে মনে করা হলেও অবশিষ্ট পরিবার পড়বেন চরম দুর্দিনে-যার দায় আমরা কেউই এড়াতে পারবো না। তাই সময় থাকতে সকলকেই সোচ্চার হতে হবে।

Previous post জাপানে প্রবল বর্ষণে বন্যা-ভূমিধসে ৬০ জনের মৃত্যু
Next post ইতালিতে সাংবাদিকদের সাথে আয়েবা মহাসচিবের মতবিনিময়
Close