ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের ২৪২তম স্বাধীনতা বার্ষিকী অর্থাৎ ৪ জুলাই বুধবার লংকাকাণ্ড ঘটিয়েছেন মধ্যবয়সী এক নারী। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে নদীর মধ্যে অবস্থিত ‘স্ট্যাচু অব লিবার্টি’র চূড়ায় উঠে সেখানে ‘আইস বিলুপ্ত করা’ ব্যানার লাগাচ্ছিলেন। ৩০৫ ফুট উঁচুতে উঠার সময়েই ট্যুরিস্টরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল সারা সিটিসহ গুরুত্বপূর্ণ সব এলাকায়, এরইমধ্যে নারীকে লেডি লিবার্টির চূড়ায় উঠতে দেখে পুলিশী অভিযান শুরু করা হয়। এ সময় সেখান থেকে ট্যুরিস্টদের সরে যাবার নির্দেশ জারি হয়। এরপর টানা ৩ ঘণ্টার বেশি সময় নারীটি পুলিশের নির্দেশ মত আত্মসমর্পণে রাজি হননি। উল্টো পুলিশের নির্দেশ উপেক্ষা করেই সে স্ট্যাচু অব লিবার্টির প্রায় চূড়ায় উঠে পড়ে।
পুলিশের হেলিকপ্টারে করে সকল ট্যুরিস্টকে ঐ স্থান থেকে সরিয়ে নেয়ার পর ওই নারী ‘রাইজ এ্যান্ড রেসিস্ট’ এবং ‘ট্রাম্পকেয়ার মেকস আস সিক’ লেখা টি-শার্ট প্রদর্শন করেন। অর্থাৎ তিনি কোন অপকর্মের জন্যে উঠেননি, বরঞ্চ ইমিগ্রেশন ইস্যুতে ট্রাম্পের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচির সমর্থনে সেখানে ‘আইস বিলুপ্তি’র ব্যানার টানাতে চান। এ অবস্থায় পুলিশ কিছুটা স্বস্তিবোধ করলেও বিনা অনুমতিতে ঐ স্থানে উঠার জন্যে ওই নারীকে গ্রেফতারের চেষ্টা করেন। প্রায় একই সময়ে নিউইয়র্ক সিটিতে ওই একই ব্যানারে বেশ কিছু আমেরিকান বিক্ষোভ করার সময় পুলিশ গ্রেফতার করেছে এক ডজনেরও অধিক নারীকে। তবে স্ট্যাচু অব লিবার্টিতে উঠার কোন কর্মসূচি ছিল না ওই গ্রুপের।
উল্লেখ্য, আইস (ইমিগ্রেশন এ্যান্ড কস্টিমস এনফোর্সমেন্ট) এজেন্টরা ট্রাম্পের নিষ্ঠুর নীতির বাস্তবায়নে অভিযান চালাচ্ছে। এজন্যে এই সংস্থাটি বিলুপ্তির দাবি উঠেছে জোরেশোরে। ইউএস সিনেটে বিরোধী দলীয় নেতা থেকে হাউজের নেতারাও এই সংস্থাকে যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগ করেছেন। সারা আমেরিকায় ৭ শত সিটিতে ৩দিন আগে বিক্ষোভ হয়েছে আইস বিলুপ্তসহ অভিবাসীদের গ্রেফতার অভিযান স্থগিত করার দাবিতে।
স্ট্যাচু অব লিবার্টি সংলগ্ন এলিস আইল্যান্ড পার্কে বেআইনীভাবে প্রবেশ ও ঐ স্ট্যাচুর ওপরে উঠার জন্যে পুলিশ ওই নারীকে গ্রেফতার করেছে। তার নাম টেরেসা ওকোমো (৪৫), থাকেন সিটির স্ট্যাটেন আইল্যান্ডে। ২৯ জুন এই ব্যানার হাতে তিনি আরো অনেকের সাথে সিটি ফোলি স্কোয়ারে বিক্ষোভ করেন। লেখাপড়া করেছেন কঙ্গোতে। নিউইয়র্কে বসবাস করছেন ১০ বছর যাবত।
More Stories
সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাশেদ মামুন (৩১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার...
মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ
মালয়েশিয়ায় আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া। গত ৩১ ডিসেম্বর শেষ হয় 'লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম'। এটি আবার...
সব প্রবাসী ঘরে ফেরে না!
আমার লেখাটা যখন পোস্ট করবো তার ঘন্টা খানেকের মধ্যে আমার বড় ভাই (মোহাম্মদ শামীম হোসেন) সমাহিত হবেন দেশ থেকে হাজার...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি ভার্জিনিয়ার সিনেটে
যুক্তরাষ্ট্রের একমাত্র বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে স্বীকৃতি দিয়েছে ভার্জিনিয়ার স্টেট সিনেট। গত বুধবার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স...
আইআরইএনএ সদস্য হলো বাংলাদেশ
নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) ২১ সদস্যবিশিষ্ট কাউন্সিলে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে ২০২৩-২৪ মেয়াদে সদস্য নির্বাচিত...
নিউইয়র্কে অভিবাসীদের জন্য জায়গা খালি নেই: মেয়র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসীদের জন্য আর কোনো জায়গা খালি নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস। স্থানীয় সময় রোববার মেক্সিকো সীমান্তবর্তী...