মেক্সিকোর তুলতেপেক রাজ্যে আতশবাজির কারখানায় জোড়া বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অগ্নিনির্বাপক ও পুলিশ কর্মকর্তারা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত রাজ্যটিতে এ ঘটনা ঘটে।
রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে ১৭ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। রাজ্যের পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট জানায়, নিহতদের মধ্যে অন্তত ছয়জন অনির্বাপক বা পুলিশ কর্মকর্তা রয়েছেন। প্রথম বিস্ফোরণের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
আহতদের মধ্যেও পুলিশ ও অগ্নিনির্বাপক রয়েছেন। তাঁদের রাজ্যের রাজধানী তোলুচা হাসপাতালে নেওয়া হয়েছে।
টুইটারে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সমবেদনা জানিয়েছেন তিনি।
তুলতেপেকের উপকণ্ঠ লা সচেরা এলাকার কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় প্রথম বিস্ফোরণ ঘটে। এর কয়েক মিনিট পরই পুলিশ ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর আরেকটি বিস্ফোরণ হয়।
তুলতেপেক রাজ্যটি মেক্সিকোর ‘আতশবাজির রাজধানী’ নামে পরিচিত। প্রতিবছর প্রায় ২৫ টন আতশবাজি এখানে উৎপাদিত হয়। বিশেষ করে সেপ্টেম্বর মাসে দেশের বিজয় দিবসে এগুলো ব্যবহার করা হয়।
More Stories
মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা আসছে
মিয়ানমার জান্তার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আসছে। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান। জাকার্তায় সাংবাদিকদের সঙ্গে...
যুদ্ধাপরাধ বন্ধে পুতিনকে চাপ দিতে জিনপিংকে আহ্বান যুক্তরাষ্ট্রের
ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা...
সমঝোতায় প্রস্তুত রাশিয়া, শিকে পুতিন
রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে ক্রেমলিনে পৌঁছান...
বাড়িতে ‘হামলাকারী’ পুলিশদের দেখে নেওয়ার হুঁশিয়ারি ইমরান খানের
এবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইমরান খান বলেন, লাহোরে তার...
পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন। শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে...
ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছেন ইসলামাবাদ...