ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ফেরি ডুবে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

জানা যায়, ফেরিতে ১৬৪ জন যাত্রী ও ৪৮টি গাড়ি ছিল। উদ্ধারকারীরা ১৩০ জনকে জীবিত উদ্ধার করেছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছে। বাকি ৩১ জন পানিতে ডুবে মারা গেছে। খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে ছেড়ে আসা ফেরিটি সুলাওয়েসি দ্বীপের কাছে এলে এর ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।

প্রসঙ্গত, মঙ্গলবার একটি ফেরি ডুবে শিশুসহ কমপক্ষে ২৪ জন নিহত হন। এছাড়াও নিখোঁজ ৪১ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Previous post অহংকারি ডোনাল্ড ট্রাম্প
Next post থাইল্যান্ডে পর্যটকবাহী নৌযান ডুবে নিহত বেড়ে ৩৩
Close