শুক্রবার থেকে মার্কিন আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করবে ইউরোপীয় ইউনিয়ন।
জুন মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে গতকাল বুধবার জানায় ইউরোপিয়ান কমিশন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইটের বদলা পাটকেল হিসেবে নেওয়া এই পদক্ষেপের ভেতর দিয়ে নতুন এক বাণিজ্য-যুদ্ধ তরান্বিত হবে বলে মনে করা হচ্ছে, যদি না ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়ান গাড়ির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার না করেন।
ইউরোপীয়ান কমিশন আনুষ্ঠানিকভাবে মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য, খামারজাত পণ্য যেমন, ভুট্টা, বাদাম, বোরবন হুইস্কি, জিন্স এবং মোটর বাইকের ওপর ২.৮ বিলিয়ন ইউরো শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়।
ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার সিসিলিয়া ম্যালসট্রম এক বিবৃতিতে বলেন, ‘আমরা এমন সিদ্ধান্ত নিতে চাইনি। ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের একপাক্ষিক এবং অবিবেচনামূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত আমাদের বাধ্য করেছে এমন অবস্থান নিতে।’
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী সমানুপাতিক হারেই এই শুল্ক আরোপ করা হয়েছে, ওয়াশিংটন যদি ইউরোপীয় ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেয় তাহলে ইউরোপীয় ইউনিয়নও এই শুল্ক প্রত্যাহার করে নেবে বলে জানান সিসিলিয়া।
মার্কিন শুল্ক আরোপের ফলে বর্তমানে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের জন্য ৬.৪ বিলিয়ন ইউরো গুনতে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে।
More Stories
যুদ্ধাপরাধ বন্ধে পুতিনকে চাপ দিতে জিনপিংকে আহ্বান যুক্তরাষ্ট্রের
ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা...
সমঝোতায় প্রস্তুত রাশিয়া, শিকে পুতিন
রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে ক্রেমলিনে পৌঁছান...
বাড়িতে ‘হামলাকারী’ পুলিশদের দেখে নেওয়ার হুঁশিয়ারি ইমরান খানের
এবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইমরান খান বলেন, লাহোরে তার...
পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন। শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে...
ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছেন ইসলামাবাদ...
কাবার আদলে স্বর্ণের বার বাজারে আনল ব্রিটিশ সরকার
রমজানে মুসলমান ক্রেতাদের লক্ষ্য রেখে পবিত্র কাবার আদলে স্বর্ণের বার বাজারে এনেছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’। বুধবার আরব...