Read Time:1 Minute, 35 Second

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শনিবার আনুষ্ঠানিকভাবে আল কোরআন একাডেমী লন্ডন এর উদ্যোগে ফ্রি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সালাম পত্রিকার সম্পাদক নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমী লন্ডন’র চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ডঃ হাফিজ মুনির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্ত্যব্যে বলেন, কোরআন আল্লাহর বাণী, এটা পড়তে হবে, বুঝতে হবে এবং আমল করার সাথে সাথে প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়াও আমার আপনার দায়িত্ব।

অতিথি এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মসজিদ কমিটির সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তাদের স্ব স্ব এলাকায় ফ্রি কোরআন বিতরণের জন্য উৎসাহিত করেন। উপস্থিত মুসল্লিদের মাঝে কোরআন বিতরণের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আনন্দ মেলার উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইফতার
Next post স্পেনে ‘ঢাকা ফ্রুটাস’র ইফতার মাহফিল
Close