মালয়েশিয়াতে এবার ২৯ রোজা হবার সম্ভাবনাই বেশি। সে হিসেবে আগামী শুক্রবার মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর পালন হতে পারে। তাই মালয়েশিয়ায় আজ রমজানের শেষ শুক্রবার ধরে মসজিদ গুলোতে ছিল উপচে পড়া ভিড়।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালেয়শিয়ায় পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। ইসলামী রীতি অনুযায়ী রমজান মাসের শেষ জুমার দিন ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো শুক্রবার মালয়েশিয়ায় দেশব্যাপী মসজিদে মসজিদে জুমাতুল বিদা আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
জুমার খুতবায় রোজার মাসের ফজিলত, জাকাত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এ উপলক্ষে মসজিদ নেগারাসহ দেশের প্রায় সব মসজিদেই মুসল্লিদের ঢল নামে। আজানের আগে থেকেই মসজিদগুলোয় জড়ো হতে থাকেন মুসল্লিরা। প্রায় প্রত্যেকটি মসজিদেই ভেতরে জায়গা না পেয়ে মসজিদের বাইরের আঙিনায় মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয় । নামাজের আগে মসজিদে পবিত্র জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা হয়।
বস্তুত জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায় জানানো হয়। এই দিনের খুতবায় উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান’, যার অর্থ ‘বিদায় বিদায় হে মাহে রমজান’। মসজিদ নেগারা জাতীয় মসজিদসহ দেশের মসজিদগুলোয় বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে।
নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেন সবাই। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
More Stories
কেস অব এপোলোজী
সাইফ কুতুবী ও হুদা’র এপোলোজী: সেটেলমেন্ট এগ্রিমেন্ট মোতাবেক একটি এফিডেবিট অব এপোলোজীর কপি বাংলাদেশ কমিউনিটির উদ্দেশ্যে প্রচার করা হলো-
বইমেলায় লিজি রহমানের ‘আমেরিকায় বাঙালির চাষবাস’
আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক লিজি রহমান। আমেরিকার রাজনীতি ও মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে তার লেখা অনেক বই জনপ্রিয়তা পেয়েছে।...
মালয়েশিয়ায় এক বছরে ২৮৪৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত এক বছরে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করেছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৮৪৫...
মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের আভাস
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরণের পরিবর্তনের আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। কর্মীদের স্বার্থে প্রয়োজনে সমঝোতা স্মারক...
আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশের মামুনুর রশীদ
সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি করোনার সময় ফ্রন্টলাইন করোনাযোদ্ধাদের মধ্য থেকে বিশেষ কয়েকজনকে গোল্ডেন ভিসা দিচ্ছে...
শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ থেকে নেওয়া লোন পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল...