নিউইয়র্ক সিটির মসজিদে মসজিদে ইফতারের হিড়িক পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-রাজনৈতিক-আঞ্চলিক সংগঠনের ইফতার মাহফিলও হচ্ছে প্রতিদিন গড়ে ২০টি করে। মসজিদ এবং বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্টি হল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী দৈনিক গড়ে ১৫ থেকে ১৭ হাজার রোজাদারকে ইফতার দেয়া হচ্ছে মসজিদ আর অনুষ্ঠানাদিতে।

সবচেয়ে বড় ইফতার মাহফিল প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে জ্যামাইকা মুসলিম সেন্টারে। গতকাল রবিবার ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারের ইফতার মাহফিল সবকিছুকে ছাপিয়ে গেছে। হাজার খানেক মুসল্লী এতে অংশ নেন। এ মাহফিলের আয়োজন করে সেবামূলক সংস্থা আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন। মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে কাদের মিয়া বলেন, প্রতি বছর এমন মাহফিলের মাধ্যমে কম্যুনিটিভিত্তিক সম্প্রীতির বন্ধন সুসংহত হচ্ছে।এর চেয়ে বড় আনন্দের কী হতে পারে।

মাহফিলে অতিথির মধ্যে ছিলেন কণ্ঠযোদ্ধা রথীনন্দ্রনাথ রায়, শহীদ হাসান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সেক্রেটারি রেজাউল বারি, প্রচার সম্পাদক শুভ রায়, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি লাবলু আনসার, নির্বাহী সদস্য কানু দত্ত, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সেক্রেটারি এটিএম মাসুদ, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজী জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, মহানগর আওয়ামী লীগের নেতা এ টি এম রানা, মোবশ্বির মিয়া, মাস্টার কামালউদ্দিন, ব্রুকলীন বরো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল জলিল, আবুল বাশার, কম্যুনিটি বোর্ড মেম্বার মামনুনুল হক, বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট হাজী আবুল হাশেম, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি আস্রাফ হোসেন, সাবেক সেক্রেটারি আবুল হাসান মহিউদ্দিন, সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ।

Previous post উত্তর কোরিয়ায় সফর করবেন আসাদ
Next post বাংলাদেশিকে মালয়েশিয়ার অভিবাসন কর্তার মারের ঘটনা ভাইরাল (ভিডিও)
Close