বার্সেলোনা সিটির ১৫০ বছরের পুরাতন মার্কেট সান আন্তনি। শনিবার বিকেলে এখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।  বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের শিল্পীরা এ অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশি শিল্পীদের সংগীতের তালে তালে মেতে উঠেছিলো পুরো দর্শক সারি।

বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি মেহেতা হকের নেতৃত্ব জিন্নাত, বিউটি, মুন্নী, মিশু, দিবা, রিতাসহ আরো অনেকে অনুষ্ঠানে অংশ নেন। শিশু শিল্পীদের নাচ এবং ফ্যাশন শো ছিলো মূল আকর্ষণ। পতাকা উড়িয়ে তারা বাংলাদেশকে সকলের সামনে তুলে ধরে।

Previous post প্যারিস বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next post কাতারে জাসদের আলোচনা সভা ও ইফতার
Close