এশিয়ান হেরিটেজ কমিটি প্রদত্ত পুরস্কার লাভ করেছেন বাংলাদেশি মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. জিনাত নবী। মানবতার সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শ্রমিক ফেডারেশন ‘এএফএল-সিআইএ’র অধিভূক্ত শ্রমিক ইউনিয়নগুলো এই পুরস্কার প্রদান করে।
নিউইয়র্কের সোয়া দুই লাখ শ্রমিকের প্রতিনিধিত্বকারি লোকাল-৩৭ এর সদর দফতরে ১৮ মে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ারপার্সন কংগ্রেসওম্যান গ্রেস মেং। বিজয়ীদের পুরস্কার তুলে দেন এই শ্রমিক ইউনিয়নের ট্রেজারার এবং নিউইয়র্ক অঞ্চলে এশিয়ান হেরিটেজ কমিটির চেয়ারপার্সন মাফ মিসবাহ উদ্দিন।
ড. জিনাত নবীর পাশাপাশি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের জজ মার্গারেট চেং এবং নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর টমি ন্যাগকেও প্রদান করা হয় এই পুরস্কার।
বিজ্ঞানী ড. জিনাত নবী বলেন, বহুজাতিক এই সমাজে বৃহৎ একটি অংশজুড়ে রয়েছি এশিয়ানরা। এই আমেরিকাকে আজকের অবস্থানে আনতে এশিয়ানদের অবদান খাটো করে দেখার অবকাশ নেই। এ সম্মান দায়িত্ব পালনে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।
কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, এই আমেরিকায় তথ্য-প্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, গবেষণা, শিক্ষকতা, বিনিয়োগসহ সকল সেক্টরেই এশিয়ান-আমেরিকানরা অবদান রেখে চলেছেন। কিন্তু সে অনুযায়ী মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ নেই। এঅবস্থার অবসানে এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’সহ বিভিন্ন ককাস কাজ করছে। আমি যখন প্রথম প্রার্থী হয়েছি, তখন এই প্রতিষ্ঠান আমার জন্যে কাজ করেছে। এভাবেই আমাদেরকে সম্মুখে এগুতে হবে।
মাফ মিসবাহ হচ্ছেন এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান। তিনি এএফএল-সিআইও’র পক্ষ থেকে সমবেত সকলকে ধন্যবাদ জানান।
More Stories
সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাশেদ মামুন (৩১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার...
মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ
মালয়েশিয়ায় আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া। গত ৩১ ডিসেম্বর শেষ হয় 'লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম'। এটি আবার...
সব প্রবাসী ঘরে ফেরে না!
আমার লেখাটা যখন পোস্ট করবো তার ঘন্টা খানেকের মধ্যে আমার বড় ভাই (মোহাম্মদ শামীম হোসেন) সমাহিত হবেন দেশ থেকে হাজার...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি ভার্জিনিয়ার সিনেটে
যুক্তরাষ্ট্রের একমাত্র বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে স্বীকৃতি দিয়েছে ভার্জিনিয়ার স্টেট সিনেট। গত বুধবার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স...
আইআরইএনএ সদস্য হলো বাংলাদেশ
নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) ২১ সদস্যবিশিষ্ট কাউন্সিলে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে ২০২৩-২৪ মেয়াদে সদস্য নির্বাচিত...
নিউইয়র্কে অভিবাসীদের জন্য জায়গা খালি নেই: মেয়র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসীদের জন্য আর কোনো জায়গা খালি নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস। স্থানীয় সময় রোববার মেক্সিকো সীমান্তবর্তী...