ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সমৃদ্ধ ও বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ঢাকায় পোল্যান্ড ও ইউক্রেন দূতাবাস চালু এবং ইউক্রেনে বাংলাদেশ দূতাবাস চালুর দাবি করেছে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন(ইপিবিএ)। গত রবিবার পোল্যান্ডের ওয়ার্স’তে হোটেল গুমান এর বলরুমে অনুষ্ঠিত এক সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির বক্তারা। তারা বলেন, ইউরোপে শুধুমাত্র ফ্রান্স বা জার্মানি এ রকম দেশের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করতে পারলে অধিকহারে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
ইপিবিএ’র কেন্দ্রীয় সহসভাপতি খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে ও ইপিবিএ পোল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মাহফুজুর রহমান। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইপিবিএ’র কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির, কেন্দ্রীয় সহসভাপতি শওকত হোসেইন বিপু, কামরুল হাসান জনি, জিকু বাদল, মামুন মিয়া, তেরাউল ইসলাম, নাহার মমতাজ, ইপিবিএ বাংলাদেশ কোর্ডিনেটর ইকবাল করিম নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোতালেব খান, ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, ইপিবিএ ইতালি শাখার সভাপতি লায়লা শাহ, যুক্তরাজ্য শাখার সভাপতি শাহরিয়ার সুমন, সাধারণ সম্পাদক শামীম, ইপিবিএ কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল রিসার্চ এন্ড ডেভোলফমেন্ট সম্পাদক সুলতান বাবর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম আকাশ, ইপিবিএ ফ্রান্স শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, মনোয়ার হোসেইন মুজাহিদ, আন্তর্জাতিক সম্পাদক আফরোজ হোসেইন লাভলু, সদস্য জাফর আজাদী, আজিজুর রহমান, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক স্মৃতি আজাদসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ইপিবিএ নেতৃবৃন্দ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিবিএ ইতালি শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ মাহফুজুর রহমান প্রবাসীদের সমস্যা সমাধানে ইপিবিএ এর ভূয়সী প্রশংসা করে বলেন, ইপিবিএ প্রবাসীদের অধিকারে যেভাবে আওয়াজ উঠিয়েছে- এ ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, ভোটাধিকারসহ সকল সমস্যা সমাধান
হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পোল্যান্ড প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার সুবিধার্থে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির।
এ ছাড়াও পোল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা হাসান আব্দুল কাইয়ুমকে সভাপতি , মোঃ জহিরুল ইসলামকে সহসভাপতি , মোহাম্মদ হোসেইন শরীফকে সাধারণ সম্পাদক , মাসুদুর রহমান তুহিনকে সাংগঠনিক সম্পাদক , সুরাইয়া ফেরদৌসী ইমাকে মহিলা সম্পাদিকা করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
More Stories
কেস অব এপোলোজী
সাইফ কুতুবী ও হুদা’র এপোলোজী: সেটেলমেন্ট এগ্রিমেন্ট মোতাবেক একটি এফিডেবিট অব এপোলোজীর কপি বাংলাদেশ কমিউনিটির উদ্দেশ্যে প্রচার করা হলো-
বইমেলায় লিজি রহমানের ‘আমেরিকায় বাঙালির চাষবাস’
আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক লিজি রহমান। আমেরিকার রাজনীতি ও মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে তার লেখা অনেক বই জনপ্রিয়তা পেয়েছে।...
মালয়েশিয়ায় এক বছরে ২৮৪৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত এক বছরে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করেছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৮৪৫...
মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের আভাস
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরণের পরিবর্তনের আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। কর্মীদের স্বার্থে প্রয়োজনে সমঝোতা স্মারক...
আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশের মামুনুর রশীদ
সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি করোনার সময় ফ্রন্টলাইন করোনাযোদ্ধাদের মধ্য থেকে বিশেষ কয়েকজনকে গোল্ডেন ভিসা দিচ্ছে...
শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ থেকে নেওয়া লোন পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল...