ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সমৃদ্ধ ও বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ঢাকায় পোল্যান্ড ও ইউক্রেন দূতাবাস চালু এবং ইউক্রেনে বাংলাদেশ দূতাবাস চালুর দাবি করেছে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন(ইপিবিএ)। গত রবিবার পোল্যান্ডের ওয়ার্স’তে হোটেল গুমান এর বলরুমে অনুষ্ঠিত এক সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির বক্তারা। তারা বলেন, ইউরোপে শুধুমাত্র ফ্রান্স বা জার্মানি এ রকম দেশের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করতে পারলে অধিকহারে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
ইপিবিএ’র কেন্দ্রীয় সহসভাপতি খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে ও ইপিবিএ পোল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মাহফুজুর রহমান। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইপিবিএ’র কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির, কেন্দ্রীয় সহসভাপতি শওকত হোসেইন বিপু, কামরুল হাসান জনি, জিকু বাদল, মামুন মিয়া, তেরাউল ইসলাম, নাহার মমতাজ, ইপিবিএ বাংলাদেশ কোর্ডিনেটর ইকবাল করিম নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোতালেব খান, ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, ইপিবিএ ইতালি শাখার সভাপতি লায়লা শাহ, যুক্তরাজ্য শাখার সভাপতি শাহরিয়ার সুমন, সাধারণ সম্পাদক শামীম, ইপিবিএ কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল রিসার্চ এন্ড ডেভোলফমেন্ট সম্পাদক সুলতান বাবর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম আকাশ, ইপিবিএ ফ্রান্স শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, মনোয়ার হোসেইন মুজাহিদ, আন্তর্জাতিক সম্পাদক আফরোজ হোসেইন লাভলু, সদস্য জাফর আজাদী, আজিজুর রহমান, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক স্মৃতি আজাদসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ইপিবিএ নেতৃবৃন্দ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিবিএ ইতালি শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ মাহফুজুর রহমান প্রবাসীদের সমস্যা সমাধানে ইপিবিএ এর ভূয়সী প্রশংসা করে বলেন, ইপিবিএ প্রবাসীদের অধিকারে যেভাবে আওয়াজ উঠিয়েছে- এ ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, ভোটাধিকারসহ সকল সমস্যা সমাধান
হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পোল্যান্ড প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার সুবিধার্থে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির।
এ ছাড়াও পোল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা হাসান আব্দুল কাইয়ুমকে সভাপতি , মোঃ জহিরুল ইসলামকে সহসভাপতি , মোহাম্মদ হোসেইন শরীফকে সাধারণ সম্পাদক , মাসুদুর রহমান তুহিনকে সাংগঠনিক সম্পাদক , সুরাইয়া ফেরদৌসী ইমাকে মহিলা সম্পাদিকা করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...