বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ০৭ টায় কুয়ায়ালালামপুর জালান ইম্বি রসনা বিলাস রেস্টুরেন্ট এ স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার যুগ্ন-আহবায়ক রকিবুল ইসলাম রকির সঞ্চালনায় ও আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন তালুকদার।

এসময় বর্ধিত সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া সেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক এস এম বশির আলম, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার ভূঁইয়া, হেলাল শিকদার ও মাসুম তালুকদার প্রমুখ।

এসময় প্রায় সকল বক্তাই কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু সহ সারাদেশের সকল বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ-সংগঠনের আটককৃত সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের রাসেল খাঁন, বারিউল ইসলাম শিশির, গাজী মাসুদ রানা, জাহিদ হাসান, আনিসুর রহমান, কামাল হোসেন, সাইদুর রহমান, জালাল হোসেন হৃদয়, মোঃ ইয়াকুব আলী, মোঃ শরীফ, কাবির হোসেন সহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

Previous post শান্তি নয়, প্রতিশ্রুতি পূরণই ছিল ট্রাম্পের লক্ষ্য
Next post ইতালিতে আওয়ামী লীগের দায়িত্ব পেলেন জাহাঙ্গীর ফরাজী
Close