গত ১৩ মে রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কন্সুলেটে অনুষ্ঠিত হলো বৈশাখ বরণ ও ‘মা’ দিবস। কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা বাংলাদেশে ছুটিতে থাকার কারণে বৈশাখের অনুষ্ঠানটি এবার নির্ধারিত সময় হতে পারেনি। উল্ল্যেখ্য বৈশাখ বরণ অনুষ্ঠানটি প্রিয়তোষ সাহা লস এঞ্জেলেসে কনসুলার হিসাবে নিয়োগ পাবার পর শুরু করেন। ১৩ মে ‘মা’ দিবস উপলক্ষে কন্সুলারের পক্ষ থেকে উপস্থিত সকল মায়েদের শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। ‘মা’ দিবস উপলক্ষে লস এঞ্জেলেস নারী নেত্রী ড্যানি তৈয়ব শুভেচ্ছা বক্তব্য দেন।
বৈশাখী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ কন্সুলারের বিরুদ্ধে অপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য দেন স্টেট্ আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুর রব, জাকির খান, সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, ফিরোজ আলম, স্টেট্ যুবলীগ সভাপতি কামরুল হাসান, সেচ্চাসেবক সভাপতি শাহ আলম চৌধুরী খান, সাংবাদিক মামুন আজিজ আহমেদ প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শেষে সম্মানিত কন্সাল জেনারেল পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে অপপ্রচারকারীদের উদ্দেশে স্মরণ করিয়ে দেন, তিনি কারোর ক্ষতির কারণ হবে না কখনো, তবে আপনাদের মনে রাখা উচিত আমি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এখানে নিয়োগ প্রাপ্ত।
তিনি যতদিন চাইবেন আমি ততদিন এখানে বিশ্বস্ততার সহিত কাজ করে যাবো। কোনো চটি পত্রিকায় আমার বিরুদ্ধে অপপ্রচার অথবা বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রে আমার কিছুই হবে না।” কন্সাল জেনারেল তার বক্তব্যে আরও বলেন, কমিউনিটির রাজনৈতিক কোন্দল কন্সুলেট অফিসে আনবেন না। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বয়ং কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা। অনুষ্ঠানে গান এবং নৃত্য পরিবেশনা করেন স্থানীয় শিশু শিল্পীরা। এ ছাড়াও মিতালি কাজল ও ওস্তাদ হাসিব এর গান সবাইকে মুগ্ধ করেন।
More Stories
কেস অব এপোলোজী
সাইফ কুতুবী ও হুদা’র এপোলোজী: সেটেলমেন্ট এগ্রিমেন্ট মোতাবেক একটি এফিডেবিট অব এপোলোজীর কপি বাংলাদেশ কমিউনিটির উদ্দেশ্যে প্রচার করা হলো-
বইমেলায় লিজি রহমানের ‘আমেরিকায় বাঙালির চাষবাস’
আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক লিজি রহমান। আমেরিকার রাজনীতি ও মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে তার লেখা অনেক বই জনপ্রিয়তা পেয়েছে।...
মালয়েশিয়ায় এক বছরে ২৮৪৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত এক বছরে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করেছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৮৪৫...
মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের আভাস
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরণের পরিবর্তনের আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। কর্মীদের স্বার্থে প্রয়োজনে সমঝোতা স্মারক...
আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশের মামুনুর রশীদ
সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি করোনার সময় ফ্রন্টলাইন করোনাযোদ্ধাদের মধ্য থেকে বিশেষ কয়েকজনকে গোল্ডেন ভিসা দিচ্ছে...
শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ থেকে নেওয়া লোন পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল...