হলিউডে কাজের থেকে ছোট্ট বিরতি নিয়ে ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এসেই ভক্তদের জন্য বিশেষ উপহার দিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী’‌। রক্ত লাল বিকিনিতে রোদ পোহানোর এমন ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রিয়াঙ্কা আপলোড করেছেন যে, যা দেখে মাত ভক্তকূল। সঙ্গে রয়েছে টুপি ও রোদচশমা। প্রায় পাঁচলাখের কাছাকাছি ‘‌লাইক’‌ পড়েছে ছবিতে। যদিও ক্যাপশনে একটি কথাও লেখেননি প্রিয়াঙ্কা। সেখানে রয়েছে শুধু চুম্বন ও লিপস্টিকের ইমোজি।

গত মাসেই শুরু হয়েছে প্রিয়াঙ্কার সুপারহিট ওয়েব সিরিজের ‘কোয়ান্টিকোর তৃতীয় সিজনের সম্প্রচার। শোনা যাচ্ছে, দু’‌বছর পরে এবার ফের হিন্দি ছবিতে কাজ শুরু করবেন প্রিয়াঙ্কা। আলি আব্বাস জাফরের ‘‌ভারত’‌ ছবিতে দেখা যাবে তাকে। ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে থাকবেন সালমান খান। আগামী বছর ঈদে মুক্তি পাবে এই ছবি। এর আগে ‘‌মুঝসে শাদি করোগি’‌, ‘‌সালাম–এ–ইশক’‌ এবং ‘‌গড তুসসি গ্রেট হো’‌–তে একসঙ্গে কাজ করেছেন প্রিয়াঙ্কা ও সালমান।

Previous post বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করবে বিড়াল
Next post ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
Close