Read Time:4 Minute, 10 Second

ইতালির রোম সফররত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দারকে সংবর্ধনা দিয়েছে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখা। গত শুক্রবার রাতে রো‌মের তর‌পিনাত্তারাস্থ সুন্দরবন রেস্টুরেন্টে আয়োজিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন ইতালি আওয়ামী লী‌গের সভাপ‌তি হাজী মো. ইদ্রিস ফরাজী। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ।

ড: সাজ্জাদ হায়দার তার বক্তব্য বলেন, যতদ্রুত সম্ভব স‌ম্মেল‌নের মাধ্য‌মে ইতালিতে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগের শ‌ক্তিশালী ক‌মি‌টি গঠন করা হ‌বে। ত‌বে এর আগে ইতালি আওয়ামী লী‌গের সুপা‌রিশক্র‌মে এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি করার পরামর্শ দেন তিনি।
ড: সাজ্জাদ হায়দার আরও ব‌লেন, রাষ্ট্রনায়ক ও শা‌ন্তির ম‌ডেল শেখ হা‌সিনা বিশ্ব দরবা‌রে গ‌র্বের সা‌থে বাংলা‌দেশ‌কে এগি‌য়ে নি‌য়ে যা‌চ্ছেন। আজ মহাকা‌শ প‌থেও বাংলাদে‌শের জয় হ‌য়ে‌ছে। দে‌শের এ উন্নয়ননের অব্যাহ‌তি রাখ‌তে হ‌লে আবারও আওয়ামী লীগ‌কে ক্ষমতায় আন‌তে দেশ বি‌দে‌শে সক‌লের এক সা‌থে কাজ কর‌তে হ‌বে।
‌তি‌নি তার বক্ত‌ব্যে বর্তমান ক‌মি‌টি ইতালির অন্যান্য শহ‌রে যুবলী‌গের শাখা অনু‌মোদন দি‌য়ে প্রবা‌সে যুবলী‌গকে শ‌ক্তিশালী করার কার্যক্রম চা‌লি‌য়ে যা‌ওয়ার নি‌র্দেশ প্রদান ক‌রেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ইতালি যুবলী‌গের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি আতিয়া রসূল কিটন এবং সা‌বেক সাধারণ সম্পাদক বর্তমানে ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রব মিন্টু বক্তব্য রা‌খেন।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি আলি আহম্মেদ ঢালী, জাহাঙ্গীর ফরাজী, নজরুল ইসলাম মাঝি, আ. রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও ইতালি যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সো‌হেল বক‌সী, উপ-প্রচার সম্পাদক স্বপন দাস, সমাজকল্যাণ সম্পাদক রিপন, সম্পাদক মন্ডলীর সদস্য ম‌হি উদ্দিন তফাদর, সদস্য রহুল আমিন তালুকদার, রেজাউল ক‌রিম রিপন, গিয়াস উদ্দিন, বাবুল হো‌সেন, র‌ফিক বেপারী, শাহাদাৎ হো‌সেন র‌নি, রা‌সেল খানসহ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
এসময় কাতা‌নিয়া যুবলী‌গের পক্ষ থে‌কে খান আব্দুস সালাম ও আন‌কোনা যুবলী‌গের পক্ষ থে‌কে স্বপন মাহমুদ অ‌তি‌থি‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বস্টনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা
Next post বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণের পর স্পেস সেন্টারে উল্লাস
Close