Read Time:1 Minute, 47 Second

আগামী ৭ ও ৮ জুলাই (শনিবার ও রবিবার) লস এঞ্জেলেসে হতে যাচ্ছে ঐতিহ্যবাহি বৈশাখী মেলা- ২০১৮। ১৭তম এই আয়োজনকে সামনে রেখে  গত ৪ মে, ২০১৮ সন্ধ্যায় বৈশাখী মেলা কমিটি স্থানীয় এক ডেনিস রেস্টুরেন্টে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করে।

মতবিনিময়ের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবারের কনভেনর সেন্টু জানান যে, মেলায় এবারের বিশেষ আকর্ষণ থাকবে বাংলাদেশ প্যাভিলন, যেখানে প্রবাসে বাংলাদেশের চিত্রতুলে ধরার ব্যাবস্থা থাকবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের জন্যে বিশেষ আয়োজন থাকবে এবারের বৈশাখি মেলায়।

মতবিনিময় সভা পরিচালনা করেন, আশরাফ আহম্মেদ মিলন। সভায় অংশগ্রহণ করেন, কাজী মশহুরুল হুদা, সৈয়দ এম. হোসেন বাবু, লস্কর মামুন, জয়নুল আবেদিন, সাইফুর রহমান ওসমানী, আবুল ইব্রাহিম, হুমায়ন, আবু হানিফা, মিঠুন চৌধুরী, রফিকুল হক রাজু, তাপস নন্দী প্রমুখ।

উল্লেখ্য, বৈশাখী মেলা উদযাপিত হবে ভার্জিল মিডল স্কুলে (১৫২ নর্থ, ভারমন্ট এভিন্যু; লস এঞ্জেলেস, ক্যালি-৯০০০৪)।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টরন্টোয় পর্দা নামল চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের
Next post নারী নির্যাতন, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
Close