গত ২৯ এপ্রিল লস এঞ্জেলেসে প্রবাসী কমিউনিটির একটিভিস্ট, কমিশনার মারুফ ইসলামকে আনসাং হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
ফার্স্ট আফ্রিকান মেথোডিস্ট এপিসকোপাল (এএম ই) চার্চ্চ এবং দ্যা কোরিয়ান আমেরিকান ফেডারেশন অব লস এঞ্জেলেস (কেএএফএলএ) এর যৌথ উদ্যোগে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৯২ সালে লস এঞ্জেলেসে LA Riot হওয়ার পর আফ্রিকান আমেরিকান কোরিয়ান সহ বিভিন্ন কমিউনিটির মাঝে সুসম্পর্ক সৃষ্টির উদ্দ্যেগে উক্ত গ্রুপ যৌথভাবে আনসাং হিরো অ্যাওয়ার্ড চালু করে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কমিউনিটির সঙ্গে অন্যান্য কমিউনিটির মধ্যে যোগসূত্র সৃষ্টির ক্ষেত্রে অবদান স্বরুপ মারুফ ইসলামকে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

Previous post কমার্শিয়াল কনসাল আল মামুনের বিরুদ্ধে নারী শ্লীলতাহানির অভিযোগ
Next post স্টর্মিকে দেওয়া আইনজীবীর টাকা শোধ করেছেন ট্রাম্প
Close