স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ ফ্রান্সের আয়োজনে সংগঠনের আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মাজেদ ও মতিউর রহমানের যৌথ পরিচালনায় সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুনাম উদ্দিন খালিক, ওয়াহিদ বার তাহের, সালেহ আহমদ চৌধুরী, শাজাহান শাহি, জসিম উদ্দিন ফারুক, জহিরুল হক, মোতাল্লিব খান, মোদাব্বির হোসেন, হাসান সিরাজ, আকিল ইব্রাহিম, স্বরফ উদ্দিন স্বপন, কাজি আনোয়ার হোসেন, হাসান আহমদ‚ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা প্রয়াত এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনী নিয়ে আলোচনা করে বলেন- ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা ৬৯’র গণঅভুথ্যানসহ সব আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ১৯৭১ সালের ডিসেম্বর দেশ স্বাধীনের পর স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এ মহান নেতা।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...