যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথোপকথনের লিখিত দলিল (মেমো) গত বৃহস্পতিবার কংগ্রেসের কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা তথ্য সম্পর্কে ট্রাম্পের উদ্বেগ এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয় এ মেমোতে উঠে এসেছে। মেমোটি কংগ্রেসের কাছে হস্তান্তরের পর ট্রাম্প দাবি করেছেন, মেমো প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে, তিনি কোনো ভুল করেননি।
ওই মেমোতে ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে একই বছর ১১ এপ্রিল পর্যন্ত কোমির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথনের লিখিত রূপ রয়েছে। রিপাবলিকান হাউসের বিচারবিষয়ক কমিটির চেয়ারম্যান বব গুডলেট, তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান ট্রে গাউডি এবং গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ডেভিন ন্যুনসের দাবির পরিপ্রেক্ষিতে মেমোটি আংশিক সম্পাদনা করে গত বৃহস্পতিবার কংগ্রেসকে দেওয়া হয়। কংগ্রেসের নিম্নকক্ষের এ তিন সদস্যের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প যে বিচারকাজে বাধা সৃষ্টির চেষ্টা করেছেন, সেটা প্রমাণের জন্য ওই মেমো প্রকাশ করা প্রয়োজন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার মেমো প্রকাশ করা হয়েছে বটে, তবে গতকাল শুক্রবার বিশেষ নিরাপত্তাব্যবস্থায় পুরো মেমো কংগ্রেসে উপস্থাপনের কথা ছিল।
কোমির লিখিত বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের ব্যাপারে ‘মারাত্মক আপত্তি’ জানিয়েছিলেন। ফ্লিন সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘লোকটার সিদ্ধান্ত নিয়ে মারাত্মক বিতর্ক আছে।’ ফ্লিনের ব্যাপারে এমন নেতিবাচক মন্তব্য করে তিনি কোমিকে এ কথাও বলেছিলেন, ‘আমি আশা করি, ব্যাপারটা চুকিয়ে দিয়ে, ফ্লিনকে ছেড়ে দিয়ে আপনি আপনার পথটা পরিষ্কার রাখবেন।’ বলা দরকার, সে সময় ফ্লিনের সঙ্গে রুশ কূটনীতিকদের গোপন যোগাযোগ নিয়ে তদন্ত করছিল এফবিআই, যার জেরে শেষ পর্যন্ত ফ্লিনকে পদত্যাগ করতে হয়। এ তদন্তের মাঝখানে কোমিকে বরখাস্ত করা হয়।
এ কথোপকথনে ফ্লিনকে বাঁচাতে ট্রাম্পের চেষ্টা স্পষ্ট বটে, তবে ট্রাম্প গত বৃহস্পতিবারের টুইটে দাবি করেছেন, ‘স্পষ্ট হয়ে গেছে, কোনো আঁতাত হয়নি, কোনো বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।’
২০১৭ সালের ৩০ মার্চের লিখিত বিবরণ অনুযায়ী, কোমির সঙ্গে কথোপকথনে ট্রাম্প দাবি করেছিলেন, ট্রাম্পের ঘনিষ্ঠজনদের সঙ্গে রুশ কূটনীতিকদের আঁতাতের অভিযোগটা না থাকলে তিনি অনায়াসে ওবামাকেয়ার (সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্রণীত স্বাস্থ্যনীতি) বাতিল করতে পারতেন। কংগ্রেসের বিরোধিতার কারণে ট্রাম্প ওবামাকেয়ার বাতিল করতে পারেননি। সূত্র : সিএনএন, বিবিসি।
More Stories
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) স্থানীয়...
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু: পুলিশের মারধরের প্রমাণ ভিডিওতে
চলতি মাসের শুরুর দিকে পাঁচ পুলিশ কর্মকর্তার নির্মম মারধরের ফলে মারা যায় কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলস। সম্প্রতি জড়িত থাকা পুলিশ...
বাইডেনের শীর্ষ সহযোগীর পদত্যাগ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন শিগগির পদত্যাগ করতে পারেন। নিউইয়র্ক টাইমস এমন আভাস দিয়েছে। গত বছরের...
ক্যালিফোর্নিয়ায় ১০ জনকে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারী নিহত
ক্যালিফোর্নিয়ার টোরান্সে গোলাগুলির ১২ ঘণ্টারও বেশি সময় পর একটি সাদা ভ্যান গাড়ি ঘিরে ধরে পুলিশ। সোয়াত কর্মকর্তারা ভ্যানটির জানালা ভেঙ্গে...
মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা নববর্ষ উৎসবে গুলি, নিহত ১০
র্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চীনা নববর্ষ উৎসবে লস অ্যাঞ্জেলেস থেকে ১৩ কিলোমিটার দূরে মন্টেরি পার্কে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত...
ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে গুলি, মা-সন্তানসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে দুই বন্দুকধারী গুলি চালালে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক কিশোরী মা এবং তার...