প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ইউরোপীয় নেতাদের জয় বাংলা স্লোগানে মুখরিত লন্ডন পার্লামেন্ট চত্বর। বৃহস্পতিবার পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, ইউরোপ আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতে দিতে একত্রিত হয়।
লন্ডনের গিল্ড হলে বুধবার দুপুরে ‘কমনওয়েলথ’স রোল ইন প্রমোটিং ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা অবশ্যই বাণিজ্য প্রশাসন উন্মুক্ত, আইনভিত্তিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্যতা নিশ্চিত করবো।
তিনি বলেন, আন্তঃকমনওয়েলথ বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনার লক্ষ্যে দেশগুলোকে অবশ্যই অভিন্ন সুযোগ-সুবিধা জোরদার করতে হবে। বিপুলসংখ্যক নেতাকর্মী সেই সময় পার্লামেন্ট চত্বর জয়বাংলা স্লোগানে মুখরিত করেন।
সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম, এ,গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা শামসুদ্দিন খান, জালাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান লন্ডন মহানগর যুবলীগের তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমেদ খান, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত জয় প্রমুখ।
সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডাল্টন তালুকদার, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জামাল আহমেদ চৌধুরী প্রমুখ।
এছাড়া ইউরোপ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ-সভাপতি এম, এ, কাশেম, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা.বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...