নিয়াজ মোহাইমেন :
গত ৩০ শে মার্চ রাতে স্থানীয় কস্তুরী রেস্টুরেন্টে লস এঞ্জেলেস প্রবাসীদের প্রাণের মেলা বৈশাখী মেলা ২০১৮ আয়োজনকে কেন্দ্র করে সকলের সহযোগিতা কামনা করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনের শুরুতেই জনাব স্বরাজ জনাব সাইয়েদুল হক সেন্টুকে এবারের বৈশাখী মেলার প্রধান হিসেবে পরিচয় করিয়ে দেন এবং স্বাগত বক্তব্য রাখতে অনুরোধ করেন। জনাব সেন্টু বলেন, এবারের বৈশাখী মেলা ১৭তম বৈশাখী মেলা হিসেবে বেশকিছু আকর্ষণ ও চমক নিয়ে আসছে। বিগত ১৬ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ও নুতন পুরাতনদের নিয়ে গঠিত বৈশাখী মেলা কমিটি অলাভজনকভাবে প্রবাসীদের বিনোদনের উদ্দেশ্যে এই আয়োজন করছে। তারা উত্তোলিত অর্থ ও ব্যয় এর হিসাব পূর্বের ন্যায় এবারও স্বচ্ছভাবে চাহিবামাত্র দিতে বদ্ধ পরিকর। গেল বছর থেকে বৈশাখী মেলা কমিটি নন প্রফিট ৫০১ সি ৩ রেজিস্ট্রেশন করা হয়েছে। তিনি এবারের বৈশাখী মেলা সাফল্যমন্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। বৈশাখী মেলার দীর্ঘ দিনের পথচলায় অভিজ্ঞ জনাব আবুল ইব্রাহিম বিগত ১৬ বছরের বৈশাখী মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বৈশাখী মেলা যেভাবে সকলের জন্য উন্মুক্ত ঠিক একই ভাবে এর আয়োজনে বৈশাখী মেলা কমিটি সকলের সহযোগিতা নিয়ে থাকে এবং সকলেই এর আয়োজনের অংশীদার। তিনি বলেন, লস এঞ্জেলেস বৈশাখী মেলার একটি ফেইস বুক একাউন্ট রয়েছে যাতে লাইক দিয়ে আপনাদের প্রাণের মেলার আপডেট পেতে পারেন সহজেই। জনাব হুমায়ুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, একদল বন্ধুদের আয়োজনে এত বছর বৈশাখী মেলা আয়োজিত হয়ে আসছিল। কোন সাংগঠনিক কমিটি কিংবা ননপ্রফিট রেজিস্ট্রেশন না থাকায় সিটি কিংবা সরকারী অনেক সুযোগ সুবিধা বৈশাখী মেলা এতদিন নিতে পারে নাই। গেল বছর থেকে এক একজনকে প্রধান করে কমিটি করা হচ্ছে। ননপ্রফিট ৫০১ সী ৩ রেজিস্ট্রশনও করা হয়েছে। এখন থেকে বৈশাখী মেলা সকল বাংলাদেশিদের সহযোগিতার পাশাপাশি সিটি কিংবা সরকারী সুযোগ সুবিধা নিতে চেষ্টা করবে। তিনি আরো বলেন, বৈশাখী মেলার প্রচারে জনাব ইশতিয়াক চিশতী হাজার হাজার ই মেইল করে একটি বড় ভূমিকা পালন করেন। সম্প্রতি লস এঞ্জেলেসে নবগঠিত লিটিল বাংলাদেশ প্রেসক্লাবের সাথে বৈশাখী মেলা কমিটির মিট দা প্রেস এ বৈশাখী মেলা কমিটির এবারের প্রধান সাইয়েদুল হক সেন্টু, গেল বারের প্রধান কাজী মানিক, আবুল ইব্রাহিম, স্বরাজ, লুসান, হুমায়ূন, আহসান হাফিজ রুমি, দিপু, রফিক ইসলাম, মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। লিটিল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা (প্রবাস বাংলা), সিনিয়র সহসভাপতি জাহান হাসান(একুশ), সাধারণ সম্পাদক মামুন লস্কর (যুগান্তর), কোষাধক্ষ বীথি, সদস্য ফারহানা সাঈদ ও নিয়াজ মুহাইমেন সাংবাদিক সম্মেলনটিতে অংশ নেন। তাদের বিভিন্ন প্রশ্নের সুচিন্তিত উত্তর দেন বৈশাখী মেলার আয়োজকবৃন্দ। সমাপনী বক্তব্যে সাইয়েদুল হক সেন্টু বৈশাখী মেলা ২০১৮ সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
More Stories
সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাশেদ মামুন (৩১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার...
মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ
মালয়েশিয়ায় আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া। গত ৩১ ডিসেম্বর শেষ হয় 'লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম'। এটি আবার...
সব প্রবাসী ঘরে ফেরে না!
আমার লেখাটা যখন পোস্ট করবো তার ঘন্টা খানেকের মধ্যে আমার বড় ভাই (মোহাম্মদ শামীম হোসেন) সমাহিত হবেন দেশ থেকে হাজার...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি ভার্জিনিয়ার সিনেটে
যুক্তরাষ্ট্রের একমাত্র বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে স্বীকৃতি দিয়েছে ভার্জিনিয়ার স্টেট সিনেট। গত বুধবার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স...
আইআরইএনএ সদস্য হলো বাংলাদেশ
নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) ২১ সদস্যবিশিষ্ট কাউন্সিলে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে ২০২৩-২৪ মেয়াদে সদস্য নির্বাচিত...
নিউইয়র্কে অভিবাসীদের জন্য জায়গা খালি নেই: মেয়র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসীদের জন্য আর কোনো জায়গা খালি নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস। স্থানীয় সময় রোববার মেক্সিকো সীমান্তবর্তী...