নিয়াজ মোহাইমেন :
গত ৩০ শে মার্চ রাতে স্থানীয় কস্তুরী রেস্টুরেন্টে লস এঞ্জেলেস প্রবাসীদের প্রাণের মেলা বৈশাখী মেলা ২০১৮ আয়োজনকে কেন্দ্র করে সকলের সহযোগিতা কামনা করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনের শুরুতেই জনাব স্বরাজ জনাব সাইয়েদুল হক সেন্টুকে এবারের বৈশাখী মেলার প্রধান হিসেবে পরিচয় করিয়ে দেন এবং স্বাগত বক্তব্য রাখতে অনুরোধ করেন। জনাব সেন্টু বলেন, এবারের বৈশাখী মেলা ১৭তম বৈশাখী মেলা হিসেবে বেশকিছু আকর্ষণ ও চমক নিয়ে আসছে। বিগত ১৬ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ও নুতন পুরাতনদের নিয়ে গঠিত বৈশাখী মেলা কমিটি অলাভজনকভাবে প্রবাসীদের বিনোদনের উদ্দেশ্যে এই আয়োজন করছে। তারা উত্তোলিত অর্থ ও ব্যয় এর হিসাব পূর্বের ন্যায় এবারও স্বচ্ছভাবে চাহিবামাত্র দিতে বদ্ধ পরিকর। গেল বছর থেকে বৈশাখী মেলা কমিটি নন প্রফিট ৫০১ সি ৩ রেজিস্ট্রেশন করা হয়েছে। তিনি এবারের বৈশাখী মেলা সাফল্যমন্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। বৈশাখী মেলার দীর্ঘ দিনের পথচলায় অভিজ্ঞ জনাব আবুল ইব্রাহিম বিগত ১৬ বছরের বৈশাখী মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বৈশাখী মেলা যেভাবে সকলের জন্য উন্মুক্ত ঠিক একই ভাবে এর আয়োজনে বৈশাখী মেলা কমিটি সকলের সহযোগিতা নিয়ে থাকে এবং সকলেই এর আয়োজনের অংশীদার। তিনি বলেন, লস এঞ্জেলেস বৈশাখী মেলার একটি ফেইস বুক একাউন্ট রয়েছে যাতে লাইক দিয়ে আপনাদের প্রাণের মেলার আপডেট পেতে পারেন সহজেই। জনাব হুমায়ুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, একদল বন্ধুদের আয়োজনে এত বছর বৈশাখী মেলা আয়োজিত হয়ে আসছিল। কোন সাংগঠনিক কমিটি কিংবা ননপ্রফিট রেজিস্ট্রেশন না থাকায় সিটি কিংবা সরকারী অনেক সুযোগ সুবিধা বৈশাখী মেলা এতদিন নিতে পারে নাই। গেল বছর থেকে এক একজনকে প্রধান করে কমিটি করা হচ্ছে। ননপ্রফিট ৫০১ সী ৩ রেজিস্ট্রশনও করা হয়েছে। এখন থেকে বৈশাখী মেলা সকল বাংলাদেশিদের সহযোগিতার পাশাপাশি সিটি কিংবা সরকারী সুযোগ সুবিধা নিতে চেষ্টা করবে। তিনি আরো বলেন, বৈশাখী মেলার প্রচারে জনাব ইশতিয়াক চিশতী হাজার হাজার ই মেইল করে একটি বড় ভূমিকা পালন করেন। সম্প্রতি লস এঞ্জেলেসে নবগঠিত লিটিল বাংলাদেশ প্রেসক্লাবের সাথে বৈশাখী মেলা কমিটির মিট দা প্রেস এ বৈশাখী মেলা কমিটির এবারের প্রধান সাইয়েদুল হক সেন্টু, গেল বারের প্রধান কাজী মানিক, আবুল ইব্রাহিম, স্বরাজ, লুসান, হুমায়ূন, আহসান হাফিজ রুমি, দিপু, রফিক ইসলাম, মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। লিটিল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা (প্রবাস বাংলা), সিনিয়র সহসভাপতি জাহান হাসান(একুশ), সাধারণ সম্পাদক মামুন লস্কর (যুগান্তর), কোষাধক্ষ বীথি, সদস্য ফারহানা সাঈদ ও নিয়াজ মুহাইমেন সাংবাদিক সম্মেলনটিতে অংশ নেন। তাদের বিভিন্ন প্রশ্নের সুচিন্তিত উত্তর দেন বৈশাখী মেলার আয়োজকবৃন্দ। সমাপনী বক্তব্যে সাইয়েদুল হক সেন্টু বৈশাখী মেলা ২০১৮ সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...