Read Time:4 Minute, 31 Second

২৫ মার্চ কালরাতে লস এঞ্জেলেসের চার্চ অব সায়েন্টোলজী মিলিনায়তনে ক্যালীফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় পালিত হল কালো রাত ও জাতীয় গনহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দখলদার পাকিস্থানী স্বশস্ত্র সেনাবাহিনী নিরস্ত্র নিরিহ বাঙ্গালীর উপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় অপারেশন সার্চ লাইট নামের গন হত্যা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ লাইনসহ পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে একযোগে শুরুকরা গনহত্যাযজ্ঞে পরবর্তী নয়মাসে নিহত হয় ৩০ লক্ষ মানুষ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জত হরন করা হয়, গৃহহীন হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়ে শরনার্থীর জীবন বেছে নিতে বাধ্য হয় আরো এক কোটি মানুষ। এত অল্পসময়ে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এতবড় গনহত্যা আর কোথাও ঘটে নাই। তাই বাংলাদেশে দিনটি জাতীয় গনহত্যা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। একই সাথে এরাতেই মধ্যরাতের পরে বঙ্গবন্ধু জাতিরজনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন। ফলে একই সাথে জাতীয় গনহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনের পাশাপাশা এ বছরই জাতিসংঘ আমাদের দেশকে নিম্ন আয়ের দেশ ( এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে। ফলে ক্যালিফোর্নীয়া আওয়ামীলীগ একইসাথে জাতীয় গনহত্যাদিবস, স্বাধীনতা দিবস ও উত্তরন স্বীকৃতি দিবস হিসাবে পালন করে। যৌক্তিক কিছু কারনে কিছুটা দেরীতে সিদ্ধান্ত নিয়ে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসঙ্খ্যক নেতাকর্মীর স্বতস্ফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সাফল্যমন্ডিত হয়। রাত সাড়ে আটটায় অনুষ্ঠানের শুরুতে সায়েন্টোলোজি চার্চের পক্ষ থেকে মানবাধিকারের উপর সংক্ষিপ্ত বক্তৃতা দানের পর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত সকলে এক মিনিট নিরবতা পালন করে। তার পর মোমবাতি প্রজ্জ্বলন করে ২৫ মার্চের কালো রাতকে শ্রদ্ধাভরে স্মরন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমুহ থেকে পাঠ করা হয়। তারপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের এই পর্বটি পরিচালনা করেন ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজান শাহীন। বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম রানা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। সবশেষে শহীদদের স্মরনে মিজান শাহিনের পরিকল্পনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। লস এঞ্জেলেসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবুল কালাম আজাদ, অঞ্জলি রায় চৌধুরী, শামসুল আলম রানা ও মোহাম্মাদ হাসিব দেশের গান পরিবেশন করে। অনুষ্ঠানের শেষে ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ রবী আলম অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ প্রদান করে এবং সভাপতি শফিক রহমান অনুষ্ঠ্যানের সমাপনি বক্তব্য প্রদান করে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খালেদা জিয়ার জামিন না দেওয়ায় ক্যালিফোর্নিয়া বিএনপির তীব্র নিন্দা
Next post কংগ্রেসম্যান ব্র্যাড শারম্যানে কাছে ক্যালিফোর্নিয়া বিএনপির নালিশ
Close