ইরাক যুদ্ধের কারণে বিতর্কিত জর্জ ডব্লিউ বুশের আমলের প্রতিরক্ষা কর্মকর্তা জন বোল্টনকে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী ৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন তিনি। খবর বিবিসির।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য জানান। এইচ আর ম্যাকমাস্টারকে সরিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নতুন দায়িত্ব দেওয়া হলো বোল্টনকে।
এইচ আর ম্যাকমাস্টারকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প তার টুইটে বলেন, ‘তিনি সব সময় আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন।’
এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুইটারে জন বোল্টন বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে করার সুযোগ পেয়ে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
জন বোল্টন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, সিনিয়র বুশ ও জর্জ ডব্লিউ বুশের আমলে প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। জর্জ ডব্লিউ বুশের আমলে তিনি প্রতিরক্ষা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে বিধ্বংসী অস্ত্র থাকার তথ্য তিনিই গণমাধ্যমে এনেছিলেন। তার এই ভুল তথ্যের কারণে এখনও ইরাকে যুদ্ধ চলছে। এছাড়া ইরান আর উত্তর কোরিয়াতেও হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন বোল্টন।
দায়িত্ব গ্রহণের ১৪ মাসের মাথায় তিন তিনবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিলেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনে অদলবদল যেনো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
More Stories
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে এই রন ডিস্যান্টিস ?
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চাইবেন বলে ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর...
ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক...
ক্যাপিটল ভবনে আক্রমণ, মূল চক্রান্তকারীর ১৮ বছরের জেল
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আক্রমণের মূল চক্রান্তকারী অতি দক্ষিণপন্থি সংগঠনের প্রধান স্টুয়ার্ট রোহডসকে শাস্তি দেওয়া হয়েছে। দেশটির আদালত তাকে ১৮ বছরের...
কোনো দলের ব্যাপারে ‘হস্তক্ষেপ’ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ...
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন সরকারের...
ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে ২৮ কোটি ৫০ লাখ ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার হামলার বিরুদ্ধে সুরক্ষা...