যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ-কানেকশান বিষয়ে চলা তদন্ত কার্যক্রমে কোন ধরণের হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন ট্রাম্পের নিজ দল- রিপাবলিকান দলের নেতারা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ কানেকশান ইস্যুটিকে ডেমোক্রেটদের তৈরি করা ইস্যু আখ্যা দিয়ে বলেন, প্রধান তদন্তকারী ও সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার নিজে ডেমোক্রেট সমর্থক। তা ছাড়া তার তদন্ত কমিটিতে ১৩ জন ডেমোক্রেট সমর্থক রয়েছেন, যেখানে একজনও রিপাবলিকান সমর্থক নেই। তাই শিগগিরই রবার্ট মুলারের তদন্ত কার্যক্রম থেকে রবার্ট মুলারকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
এর পরপরই রিপাবলিকান দলের বেশ কয়েকজন নেতা মুলারের তদন্ত কার্যক্রমে কোন ধরণের হস্তক্ষেপ না করতে ট্রাম্পকে সতর্ক করে দেন। রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, মি. মুলারকে কোন ধরণের হস্তক্ষেপ ছাড়াই তদন্তকার্যক্রম চালিয়ে যাওয়ার স্বাধীনতা দিতে হবে। তদন্ত কার্যক্রমে কোন ধরণের হস্তক্ষেপ শুরু করলে, ট্রাম্পকে মনে রাখতে হবে এই চেষ্টা হবে তার পদচ্যূত হওয়ার প্রথম পদক্ষেপ। ট্রাম্পকে মনে রাখতে হবে যে, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী’।
এদিকে রিপাবলিকান দলের আরেক সিনেট সদস্য জেফ ফ্ল্যাক বলেন, রবার্ট মুলারের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প কোন সিদ্ধান্ত নিলে আমরা রিপাবলিকানরা তা মেনে নিবো না। এ ছাড়া কংগ্রেসে তা কখনো অনুমোদন পাবে না বলেও সাফ দিয়েছেন জেফ ফ্ল্যাক।
More Stories
বাইডেনের শীর্ষ সহযোগীর পদত্যাগ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন শিগগির পদত্যাগ করতে পারেন। নিউইয়র্ক টাইমস এমন আভাস দিয়েছে। গত বছরের...
ক্যালিফোর্নিয়ায় ১০ জনকে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারী নিহত
ক্যালিফোর্নিয়ার টোরান্সে গোলাগুলির ১২ ঘণ্টারও বেশি সময় পর একটি সাদা ভ্যান গাড়ি ঘিরে ধরে পুলিশ। সোয়াত কর্মকর্তারা ভ্যানটির জানালা ভেঙ্গে...
মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা নববর্ষ উৎসবে গুলি, নিহত ১০
র্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চীনা নববর্ষ উৎসবে লস অ্যাঞ্জেলেস থেকে ১৩ কিলোমিটার দূরে মন্টেরি পার্কে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত...
ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে গুলি, মা-সন্তানসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে দুই বন্দুকধারী গুলি চালালে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক কিশোরী মা এবং তার...
জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষার আহ্বান: নিউইয়র্কে গুতেরেস
জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।...
যুক্তরাষ্ট্রে ২০টির বেশি রাজ্যে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রে ২০টির বেশি অঙ্গরাজ্যে সরকারি কাজে ব্যবহৃত ফোন-ট্যাবের মতো ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকায় সব শেষ যোগ হয়েছে...