নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহগুলো বহনকারী বিমানবাহিনীর বিশেষ বিমানটি সোমবার বিকেল ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মরদেহগুলো গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিমানবন্দর থেকে মরদেহগুলো আর্মি স্টেডিয়ামে নেয়া হয়। সেখান থেকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় তাদের স্বজনদের কাছে।
প্রিয়জনদের মরদেহ বুঝে নিতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয় বিধ্বস্ত উড়োজাহাজের কো-পাইলট পৃথুলা রশিদের বাবা আনিসুর রশিদ ও মা রাশেদা বেগমসহ নিহতদের স্বজনরা। তাদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক এক পরিস্থিতির অবতারণা হয়েছে।
পৃথুলার মা রাশেদ বেগম তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে পৃথুলার জন্য সবাই দোয়া করবেন, যাতে ও শান্তিতে থাকতে পারে।’ এছাড়া উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত সবার জন্যও দোয়া চান তিনি।
নিহতদের জানাজায় অংশ নিতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন উড়োজাহাজ দুর্ঘটনায় আহত মেহেদী হাসানও। দুর্ঘটনায় তিনি, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি বেঁচে যান। তবে প্রাণ হারান মেহেদী ফুফাত ভাই এফএইচ প্রিয়ক ও প্রিয়কের মেয়ে তামারা প্রিয়ন্ময়ী।
এর আগে সোমবার সকালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে এই ২৩ জনের প্রথম জানাজা সম্পন্ন হয়।
গত ১২ মার্চ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ২৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা গেছে।
পরিচয় শনাক্ত হওয়া ২৩ জন হলেন— বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এসএম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, উম্মে সালমা, আঁখি মনি, নুরুন্নাহার, শাহিন আক্তার নাবিলা, এফএইচ প্রিয়ক, কেএইচএম সাফে এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...